Kingdom: Animalia
Phylum: Arthropoda
Subphylum: Chelicerata
 

ইউরিপ্টেরিডা

ইংরেজি: Eurypterida

প্রাণিজগতের আর্থ্রোপোডা পর্বের সেলিসেরাটা উপপর্বের একটি বর্গ। ৪৬ কোটি ৭০ লক্ষ ৩০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে ইউরিপ্টেরিডা বর্গের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল।

 গ্রিক
eury (প্রশস্ত) এবং pteron (পক্ষ) থেকে ইউরিপ্টেরিড শব্দটি গৃহীত হয়েছে। ইউরিপ্টেরিডা বর্গের প্রজাতিগুলো সাগর জলে চলাচলের জন্য তাদের পাগুলো পাখার মতো ব্যবহার করতো, এই অর্থে এই নামটি গ্রহণ করা হয়েছে। ১৮৪৩ খ্রিষ্টাব্দে এই বর্গের নামকরণ করেছিলেন  Burmeister
 

এই বর্গের জ্যাকেলোপ্টেরাস (Jaekelopterus rhenaniae) প্রজাতির দৈর্ঘ্য ছিল প্রায় ২.৫ মিটার (৮ ফুট ২ ইঞ্চি)। তবে এর অধিকাংশ প্রজাতির দৈর্ঘ্য ছিল প্রায় ৮ ইঞ্চি। এরা উষ্ণ অগভীর সাগর, হ্রদ, ক্ষুদ্র জলাশয়ে এরা বাস করতো।

এই বর্গের দুটি উপবর্গ রয়েছে। এগুলো হলো-


সূত্র: