ট্রাইলোবাইট

প্রাণিজগতের
আর্থ্রোপোডা
পর্বের একটি শ্রেণি।

প্রায় ৫২.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ক্যাম্ব্রিয়ান অধিযুগ এই উপপর্বের প্রজাতিসমূহের আবির্ভাব ঘটেছিল সাগরজলে। বর্তমানে এই শ্রেনির কোনো প্রজাতি পাওয়া যায় না।

প্রাচীন গ্রিক ভাষার
τρία
শব্দের অর্থ ছিল তিন (tria) এবং λοβός শব্দের অর্থ ছিল ফোলা (lobós)। জার্মান ভাষায় এই শব্দ থেকে সৃষ্টি হয়েছিল Trilobiten শব্দ। প্রখ্যাত জার্মান ভাষাতত্ত্ববিদ ও ভূতত্ত্ববিদ ইয়োহান এরনস্ট ইমানুয়েল ভালখ, ১৭৭১ খ্রিষ্টাব্দে Trilobite শব্দটি জার্মান ভাষায় প্রথম ব্যবহার করেন। ঊনবিংশ শতাব্দীর সূচনাপর্ব থেকে বিজ্ঞানীমহলে এদের পরিচয় হিসেবে এই নামটিই সাধারণভাবে গৃহীত হয়। ইংরেজি ভাষায় এই শব্দটি গৃহীত হয়েছে Trilobite। বাংলাতে এই শব্দটি গৃহীত হয়েছে 'ট্রাইলোবাইট'  হিসেবে।

প্রজাতিভেদের এরা মৃতজীবী বা শিকারী ছিল। এদের খাদ্য তালিকায় ছিল ছোটো ছোটো প্রাণ ও জলজ উদ্ভিদ।

আদিকালের ট্রাইলোবাইটদের দেহের বহিরাবরণ বা খোলস তৈরি হয়েছিল ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে। ক্রমবিবর্তনের ধারায় এদের খোলস শক্ত হয়ে বহিঃকঙ্কালে পরিণত হয়েছিল। ফলে এদের প্রচুর জীবাশ্ম পাওয়া সম্ভব হয়েছে। এখন পর্যন্ত এদের প্রায় ১৭০০০ প্রজাতি। প্রাপ্ত জীবাশ্ম অনুসারে এই উপপর্বের প্রজাতিসমূহকে
৯টি বর্গ, ১৫০টি গোত্র এবং প্রায় ৫০০০-এর অধিক গণে ভাগ করা হয়েছে। এই উপপরিবারের বর্গগুলো হলো-

ক্রমবিবর্তনের ধারা
টোনিয়ান অধিযুগের (১০০-৭২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) ৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ক্রাইয়োজেনিয়ান অধিযুগে  শুরু হয়েছিল। এরই ভিতরে এ্যাপোইকোজোয়া থাকের প্রাণিকুল বিভাজিত হয়ে উৎপন্ন হয়েছিল চোয়ানোফ্লাগেল্লাটিয়া শ্রেণির অন্তর্গত প্রজাতিসমূহ এবং ৬৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে জীবরাজ্যে আবির্ভূত হয় এ্যানিমেলিয়া

৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ক্রায়োজেনিয়ান বরফযুগের  শুরু হয়েছিল। ক্রাইয়োজেনিয়ান অধিযুগে (৭২-৬৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)  এ্যাপোইকোজোয়া থাকের প্রাণিকুল বিভাজিত হয়ে উৎপন্ন হয়েছিল চোয়ানোফ্লাগেল্লাটিয়া শ্রেণির অন্তর্গত প্রজাতিসমূহ এবং ৬৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে জীবরাজ্যে আবির্ভূত হয়  এ্যানিমেলিয়া

ক্রাইয়োজেনিয়ান অধিযুগটি স্থায়ী হয়েছিল ৬৩ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এবং এডিয়াকারান অধিযুগ (৬৩.৫-৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) অবধি বিদ্যমান ছিল। সেই তুষারাবৃত শীতল পৃথিবীর সমুদ্রে জীবজগতে পরিবর্তনের নতুন ধারার সূচনা হয়। অস্তিত্ব রক্ষার জন্য এক কোষী জীবজগতে বহুকোষী জীবের আবির্ভাব ঘটেছিল। এদের ভিতরে একটি শ্রেণি বহুকোষের সমন্বয়ে আবির্ভূত হলেও এদের দেহে কলাতন্ত্রের বিকাশ ঘটেনি। এই সূত্রে সৃষ্টি হয়েছিল দুটি উপরাজ্যের প্রাণিকুল। এই উপরাজ্য দুটি হলো- প্যারাজোয়া এবং ইউমেটাজোয়া

৫৮ কোটি থেকে ৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ইউমেটাজোয়া উপরাজ্য ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ ৩টি হলো-

৫৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্যারাহোক্সোজোয়া থাক থেকে উৎপন্ন হয়েছিল প্লানুলোজোয়া থাক। পরবর্তী ৫৮ থেকে ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাক থেকে তিনটি প্রজাতিকুলের উদ্ভব হয়। এগুলো হলো-

ক্রমবিবর্তনের ধারায় ৫৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ থেকে ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বিলাটেরিয়া থাক থেকে দুটি পর্ব এবং একটি থাকভুক্ত প্রাণিকুলের উদ্ভব হয়েছিল। এগুলো হলো-

এডিয়াকারান অধিযুগের (৬৩.৫-৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) শেষে নেফ্রোজোয়া থাক দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-

এক্‌ডাইসোজোয়া থাকের প্রজাতিকুল  ৫৪.১-৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-

প্যানার্থ্রোপোডা থাক: ৫৪-৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে বিভাজিত হয়ে যায়। এই সূত্রে যে সকল থাকের উদ্ভব হয়, সেগুলো হলো-

ট্যাক্টোপোডা থাক ৫৪-৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ২টি ভাগে বিভাজিত হয়েছিল। এই ভাগ দুটি  হলো-

ট্রাইলোবিটোমোর্ফা উপপর্ব থেকে এই শ্রেণির আবির্ভাব হয়েছিল ৫১.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে।
প্যালোজোয়িক যুগের শেষাংশ (২৫ কোটি ১৯ লক্ষ ২ হাজার খ্রিষ্টপূর্বাব্দ) পর্যন্ত এই প্রজাতিগুলো সাগরজলে বিচরণ করতো এবং সাগরের অন্যতম প্রাণীতে পরিণত হয়েছিল। এই সময় এই জাতীয় প্রাণীর দৃষ্টিশক্তির ক্ষমতা প্রথম আত্মপ্রকাশ করেছিল। দেখার জন্য এদের মস্তিস্কের অগ্রভাগে ছিল পুঞ্জাক্ষি। এদের দেহের সাথে যুক্ত ছিল তিন জোড়া পা। দেহ কাণ্ড মস্তিস্ক, দেহ এবং লেজে বিভক্ত ছিল।

সূত্র: