Kingdom: Animalia
Phylum: Arthropoda
Subphylum: Trilobitomorpha

ট্রাইলোবিটোমোর্ফা
ইংরেজি:
Trilobitomorpha

প্রাণিজগতের
আর্থ্রোপোডা
পর্বের একটি উপশ্রেণি। প্রায় ৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ক্যাম্ব্রিয়ান অধিযুগ এই উপপর্বের প্রজাতিসমূহের আবির্ভাব ঘটেছিল সাগরজলে। বর্তমানে এই উপপর্বের কোনো প্রজাতি পাওয়া যায় না।

৫২ কোটি ৬০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে ক্যাম্ব্রিয়ান অধিযুগে ট্রাইলোবিটোমোর্ফা উপপর্বের প্রাণীকুল থেকে উৎপন্ন হয়েছিল ট্রাইলোবাইট (Trilobite) শ্রেণির প্রজাতিসমূহের পূর্ণবিকাশ ঘটে। ২৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই শ্রেণির প্রজাতিসমূহ বিলুপ্ত হয়ে যায়।

সূত্র: