Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Order: Aetosauria
Family: Stagonolepididae
subf-amily:
Aetosaurinae
Genus: Aëtosaurs

এ্যাইটোসোরাস
ইংরেজি : Aëtosaurs

গ্রিক aετός (aetos, "eagle") + σαυρος (sauros, "lizard")। এই নামের অর্থ হলো- ঈগল টিকটিকি (eagle lizards)। এ্যাইটোসোরাস হলো- কিছু ডাইনোসরের সাধারণ নাম। বিজ্ঞানীরা একে গণ হিসাবে উল্লেখ করে থাকেন। ১৮৮ খ্রিষ্টাব্দে Fraas এই গণের নামকরণ করেছিলেন।

এই গণের অধীনে মোট তিনটি প্রজাতি পাওয়া যায়। এই প্রজাতিগুলো হলো
    A. arcuatus Lucas et al., 1998
    A. crassicauda Fraas, 1907
    A. ferratus Fraas, 1877 (type)

এরা ছিল উদ্ভিদভোজী। ট্রায়াসিক অধিযুগের শেষার্ধে এরা উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপে বসবাস করতো এরা ডিম পাড়ার জন্য বাসা তৈরি করতো এরা ছিল চতুস্পদী এদের ছিল লম্বা লেজ, পায়ে ছিল সুতীক্ষ্ণ নখ। এদের দেহ কঠিন খোলস দ্বারা সুরক্ষিত ছিল। মাথার আকার ছিল বেশ ছোট।


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://palaeos.com/vertebrates/archosauria/aetosauria.html

http://en.wikipedia.org/wiki/Aetosaur