Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Order: Ornithischia
Family: Ankylosauridae
Subfamily: Ankylosaurinae
Genus: Anodontosaurus
Sternberg, 1929
species
Anodontosaurus lambei
Sternberg, 1929

এ্যানোমোয়েপাস
ইংরেজি : Anomoepus
বৈজ্ঞানিক নাম
Anomoepus gracillimus

এই ডাইনোসরের কিছু পদচিহ্ন পাওয়া গেছে। এই কারণে এর কিছু অনুমানভিত্তিক তথ্য উপস্থাপন করা হয়। জুরাসিক যুগের শুরুর দিকের ভূস্তরে (
মার্কিন যুক্তরাষ্ট্রের Connecticut River Valley) এর চারটি পায়ের ছাপ পাওয়া যায় ১৮০২ খ্রিষ্টাব্দে। এই পদচিহ্নে পাঁচটি পদাঙ্গুলের চিহ্ন রয়েছে। এরপর ১৮৪৮ খ্রিষ্টাব্দে ইবি হিচকক এবং  প্লিনি এর অপর একটি পদচিহ্ন খুঁজে পান। পরে ইবি হিচকক এর নামকরণ করেন। এটি প্রকৃতপক্ষে ডাইনোসর ছিল কিনা এ নিয়ে অনেকে সন্দেহ পোষণও করে থাকেন।


সূত্র:
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/