আর্কিয়োর‌্যাপ্টর
ইংরেজি :  Archaeoraptor
বৈজ্ঞানিক নাম : Archaeoraptor liaoningensis

এই নামের অর্থ হলো- লিয়াওনিং-এর প্রাচীন ডাকাত (ancient robber from Liaoning [China]) ১৯৯৯ খ্রিষ্টাব্দে স্লোয়ান (Sloan) এর নামকরণ করেন। এই বৎসরেই  চীনের লিয়াওনিং প্রদেশে এর জীবাশ্ম পাওয়া যায়। ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকায় এই প্রজাতিটিকে পাখি এবং থেরাপোড ডাইনোসরের মধ্যবর্তী একটি গণ হিসেবে বর্ণনা করা হয়। এটি প্রকৃতপক্ষে ডাইনোসর হিসেবে বিবেচনা করা যাবে কিনা এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক আছে।

ধারণা করা হয় এরা ছিল  মৎস্যভোজী। ক্রেটাসিয়াস অধিযুগে এরা এশিয়ার চীন-অঞ্চলে বসবাস করতো। এদের অাকার ছিল কাকের মতো, হাড় ছিল ফাঁপা। গায়ে পালক ছিল এবং লেজ ছিল বেশ বড়। এরা দুই পায়ে হাঁটতো।


সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/Archaeoraptor