Kingdom: Animalia
Phylum: Echinodermata
Subphylum: Asterozoa
Class: Asteroidea
De Blainville, 1830

তারা মাছ
ইংরেজি: starfish, sea star
 

অমেরুদণ্ডী ইকাইনোডার্মাটা (Echinodermata) পর্বের Asteroidea শ্রেণির প্রাণীর সদস্যদের সাধারণ নাম। এই শ্রেণির অন্তর্গত প্রায় ১৮০০ প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এদেরকে মোট ৭টি বর্গে ভাগ করা হয়েছে। এই বর্গগুলো হলো Brisingida, Forcipulatida, Paxillosida, Notomyotida, Spinulosida, Valvatida, Velatida

সমুদ্রের প্রায় ৬০০০ মিটার গভীর পর্যন্ত এদের দেখতে পাওয়া যায়। অধিকাংশ তারামাছের পাঁচটি অংশুবাহু থাকে। এই বাহুগুলো একটি কেন্দ্রীয় চক্রাকার অংশ থেকে বাইরের দিকে প্রসারিত থাকে। কোনো কোনো প্রজাতির অংশুবাহুর সংখ্যা থাকে ৬ বা বার বেশি।
Labidiaster annulatus  নামক প্রজাতির অংশুবাহুর সংখ্যা থাকে ৫০টি।


ক্যালসিয়াম কার্বোনেট ঘটিত উপাদান (একে বলা হয় ossicles) দিয়ে তৈরি প্লেটের দ্বারা এদের দেহের অন্তঃকঙ্কাল তৈরি হয়। এই প্লেটগুলো পরস্পরের সাথে হাল্কাভাবে যুক্ত থাকে। এই প্লেট থেকে কাঁটার মতো কিছু অংশ বাইরের দিকে প্রসারিত অবস্থায় থাকে। কোনো কোনো প্রজাতির এই কাঁটা ত্বক ভেদ করে বাইরে বেরিয়ে আসে। এই কাঁটা এদের আত্মরক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।

 

এদের দেহের কেন্দ্রীয় চাকতি অংশের প্রান্তদেশে জল পরিশোধক একটি অংশ থাকে। একে বলা হয় madreporite। একটি হাল্কা বর্ণের একটি চক্র দেখে এই অংশকে সহজে চেনা যায়। এই পথ দিয়ে শরীরে পরিশ্রুত পানি দেহে প্রবেশ করে এবং পানির মাধ্যমে একটি সংবহন তন্ত্র কাজ করে। এই কারণে একে বলা হয় পানি সংবহন তন্ত্র (water vascular system)। এর দ্বারা এরা দেহের প্রয়োজনীয় পানির অভাব মেটায়।