Kingdom:
Animalia |
ফ্যাসা
ইংরেজিতে
Gangetic hairfin anchovy
বৈজ্ঞানিক নাম
Setipinna phasa (Hamilton, 1822)
।
Engraulidae গোত্রের Setipinna গণের এক মিঠা পানির মাছ। সাধারণত নদীতে এদের দেখা যায়। তবে বড় খাল বা বিল এই মাছ দৃষ্ট হয়।
বাংলাদেশ ও ভারতের গঙ্গা-পদ্মা নদীতে এই মাছ প্রচুর দেখা যায়। ভারতের উড়িষ্যার নদীতে অল্প বিস্তর চোখে পড়ে। ভারত-বাংলাদেশের বাইরে মায়ানমারে এই মাছ দেখা যায়। সাধারণত বর্ষাকালে এদের নদীতে প্রচুর দেখা যায়।
এদের দৈর্ঘ্য প্রায় ১৭-৪০ সেন্টিমিটার। এই মাছের পৃষ্ঠদেশ ঈষৎ সবুজ। পৃষ্ঠের নিম্নভাগ ক্রমান্বয়ে রুপালি রঙ দৃষ্ট হয়। এর পৃষ্ঠ ও পুচ্ছ পাখনা হলদে। উদরে রঙ হাল্কা সোনালি। পুচ্ছ পাখনা এবং লেজের প্রান্তভাগ কালচে। শ্রোণী ও পায়ু পাখনা জলরঙ।
এদের মাথার উপরিভাগ পিঠের সাথে সামান্য বক্রতল তৈরি করলেও খুব একটু নিচু মনে হয় না। কিন্তু বুকের দিক থেকে বক্রতলের কৌণিক অবস্থান অনেক বেশি। মাথার অগ্রভাগ অনুযায়ী মাথা অনেকটা ত্রিকাণাকার হয়ে থাকে। মাথার সম্মুখভাগে চোখ। এদের উভয় চোয়ালে দাঁত আছে। লেজের দ্বিভাজিত। উপরের অংশ ছাঁটা আর নিচের অংশ অপেক্ষাকৃত লম্বা।
এদের প্রধান খাবার শৈবাল। এছাড়া এরা প্রোটোজোয়া, ক্রাসটেসিয়া আহার করে থাকে। এদের প্রজননকাল গ্রীষ্ম। নদীতে এরা প্রজনন করে।
বাংলাদেশে এই মাছ খাদ্যা হিসেবে গ্রহণ করা হলেও খুব জনপ্রিয় মাছ নয়। কারণ এই মাছে প্রচুর কাঁটা থাকে।
সূত্র :
http://www.fishbase.org/summary/610
http://en.bdfish.org/2011/05/gangetic-hairfin-anchovy-setipinna-phasa-hamilton-1822/