Kingdom:
Animalia |
উইম্পল
পিরানহা
ইংরেজি :
Wimple piranha
বৈজ্ঞানিক নাম: Catoprion
mento (G. Cuvier, 1819)
১৮৪৪ খ্রিষ্টাব্দে এর
গণের নাম করণ করেন J. P.
Müller এবং
Troschel।
Characidae
গোত্রের Catoprion
গণের পিরানহা মাছ।
এই পিরানহা পাওয়া যায়
দক্ষিণ আমেরিকার আমাজান, ওরিনোকো, এসেকুইবো এবং ঊর্ধ্ব প্যারাগুয়ে নদীতে। এরা
স্বচ্ছ মিষ্টি পানিতে বসবাস করে।
এদের প্রধান পরিচয় 'মৎস-অস্থিখাদক'।
প্রথাগতভাবে
একে যথার্থ পিরানহা বলা হয় না। কারণ অন্যান্য পিরানহার দাঁত এক সারিতে থাকে,
পক্ষান্তরে এই পিরানহার দাঁত থাকে দুই সারিতে। এছাড়া উপরের চোয়ালের গড়নও অন্যান্য
চারটি গণের পিরাহানর মতো নয়। আধুনিক কালে এর জৈবিক উপাদান পরীক্ষা করে দেখা গেছে-
অন্যান্য পিরানহা আর এই পিরানহা একই পূর্বপুরুষ থাকে আগত। কালের বিবর্তনে এদের
খাদ্যাভ্যাস এবং সেই সূত্রে দাঁতের বিন্যাস ভিন্নরকম হয়েছে। মাছের অস্থি আহার করার
পক্ষে এই পিরানহার দাঁতের বিন্যাস অত্যন্ত উপযোগী।
এদের দৈর্ঘ্য প্রায় ১৫ সেন্টিমিটার (৬.৫ ইঞ্চি)। এর নিচের চোয়াল প্রসারিত অবস্থায় কলার মতো মনে হয়। এদের দাঁতের গড়ন চোঙার মতো। চোয়ালে দুই সারিতে দাঁতগুলো বিন্যস্ত থাকে। এদের ক্রোমোজোম সংখ্যা ৬২।
মাছের অস্থিখাদক হিসাবে এদের পরিচিত থাকলেও অল্পবিস্তর মাংসও খেয়েই থাকে। এই পিরানহা অনেকে এ্যাকুইরিয়ামে পালন করে। বাংলাদেশে এই পিরানহাকে থাই রূপচাঁদা হিসাবে অসৎ ব্যবসায়ীরা বিক্রয় করে থাকে। চোয়াল এবং এবং দাঁতের বিচারে এই মাছকে সহজেই রূপচাঁদা থেকে। পৃথক করা যায়।
সূত্র :
http://en.wikipedia.org/wiki/Piranha