Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Actinopterygii
Subclass: Neopterygii
Infraclass: Teleostei
Order: Characiformes
Family: Characidae
Subfamily: Serrasalminae
Genus:
Pristobrycon

িটোব্রাইকোন
ইংরেজি : Pristobrycon

Characidae গোত্রের একটি গণ। ১৯১৫ খ্রিষ্টাব্দে C. H. Eigenmann-এর নামকরণ করেন। এই গণের অধীনে পাঁচটি প্রজাতি আছে। এই প্রজাতিগুলো সাধারণভাবে পিরানহা নামে অভিহিত করা হয়। এই প্রজাতিগুলো হলো

Pristobrycon aureus (Spix & Agassiz, 1829)
Pristobrycon calmoni (Steindachner, 1908)
Pristobrycon careospinus W. L. Fink & Machado-Allison, 1992
Pristobrycon maculipinnis W. L. Fink & Machado-Allison, 1992
Pristobrycon striolatus (Steindachner, 1908)

 

Jared Leclercqএর ছবি।

Pristobrycon aureus
এই প্রজাতিটি সত্যিকার অর্থে পিরানাহ কিনা এ নিয়ে বিতর্ক আছে। ১৮২৯ খ্রিষ্টাব্দে এর নামককরণ করেছিলেন Spix এবং Agassiz। অনেক সময় Pristobrycon aureus-এর সমার্থক নাম হিসাবে S. eigenmanni উল্লেখ করা হয়।

এই মাছ জীবন্ত অবস্থায় জলপাই বর্ণ থেকে গাঢ় বাদামি বর্ণের হয়ে থাকে। আর মাথার উপর ও পার্শ্ব বরাবর পার্পেল বর্ণের হয়ে থাকে। দাঁতের গড়ন সাধারণ পিরানাহর মতোই।

   
  Pristobrycon calmoni
Pristobrycon গণের একটি প্রজাতি। ১৯০৮ খ্রিষ্টাব্দে Steindachner এর নামকরণ করেন। এই প্রজাতিটিকে ভেনিজুয়েলাতে কারিবেস (caribes) বলে। অন্যান্য স্থানে একে পিরানহা বলা হয়। ওরিনোকো নদীর অববাহিকায় এই মাছ পাওয়া যায়।

এদের আকার প্রায় ১৫ সেন্টিমিটার। তবে দেখতে বেশ সুন্দর। এদের মাথা বেশ বড় এবং প্রশস্থ। এদের মাথ রুপালি। এর ভিতরে কমলা থেকে লাল আভা রয়েছে। মুখের উভয় চোয়ালে এক সারিতে তীক্ষ্ণ দাঁত আছে। এদের দেহের রঙ সবুজাভ। তবে লাল-কমলার মিশ্র আভা দেহেও দেখা যায়।   এরা সাধারণত একাকী বিচরণ করে। এরা ছোটো মাছ, জলজ পতঙ্গ, চিংড়ি জাতীয় মোলাস্কা আহার করে। এছাড়া জলে পতিত ফলও আহার করে।

কারো কারো মতে এর দুটি উপপ্রজাতি আছে। এই উপ প্রজাতি দুটি হলো- ব্রাজিলের আমাজান নদীতে প্রাপ্ত উপপ্রজাতি Pristobrycon calmoni calmoni এবং ভেনিজুয়েলায় প্রাপ্ত উপপ্রজাতি  Pristobrycon calmoni bilineatus

   
  Pristobrycon careospinus
Pristobrycon গণের একটি প্রজাতি। ১৯৯২ খ্রিষ্টাব্দে Fink এবং Machado-Allison এর নামকরণ করেন। এই পিরানহাগুলো পাওয়া যায় ভেনিজুয়েলার আমাজান প্রদেশের ওরিনোকো নদী এবং এর সংলগ্ন জলাশয়গুলোতে।

এদের মাথা বেশ বড় এবং প্রশস্থ। মুখের উভয় চোয়ালে এক সারিতে তীক্ষ্ণ দাঁত আছে। শরীরের উপরের দিকে কালো কালো ফোটা রয়েছে। দেহের রঙ লালচে আভাযুক্ত রূপালি। এদের পাখনাগুলো বাদামি।  এরা সাধারণত একাকী বিচরণ করে। এরা ছোটো মাছ, জলজ পতঙ্গ, চিংড়ি জাতীয় মোলাস্কা আহার করে। এছাড়া জলে পতিত ফলও আহার করে।

   
  Pristobrycon maculipinnis
Pristobrycon গণের একটি প্রজাতি। ১৯৯২ খ্রিষ্টাব্দে Fink এবং Machado-Allison এর নামকরণ করেন। এই পিরানহাগুলো পাওয়া যায় ভেনিজুয়েলার আমাজান প্রদেশের ওরিনোকো নদী এবং এর সংলগ্ন জলাশয়গুলোতে। এছাড়া পামোনি নদীতেও এই মাছ দেখা যায়।

এই প্রজাতিটি দেখতে অত্যন্ত সুন্দর। দেহের অনেকটা ডিম্বাকৃতির। মাথা মোটা এবং প্রশস্থ। দেহের রঙ হাল্কা ধূসর। শরীরে কালো কালো ফোটা রয়েছে। এরা সাধারণত একাকী বিচরণ করে। এরা ছোটো মাছ, জলজ পতঙ্গ, চিংড়ি জাতীয় মোলাস্কা আহার করে। এছাড়া জলে পতিত ফলও আহার করে।

   
  Pristobrycon striolatus
Pristobrycon গণের একটি প্রজাতি। ১৯০৮ খ্রিষ্টাব্দে Steindachner -এর নামকরণ করেন। এই পিরানহাগুলো পাওয়া যায় ভেনিজুয়েলার আমাজান প্রদেশের ওরিনোকো নদী এবং এর সংলগ্ন জলাশয়গুলোতে।

এই প্রজাতিগুলো আকারে ১০-৩০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই প্রজাতিটি দেখতে অত্যন্ত সুন্দর। দেহের অনেকটা ডিম্বাকৃতির। মাথা মোটা এবং প্রশস্থ। দেহের রঙ হাল্কা ধূসর।  শরীরে কালো কালো ফোটা রয়েছে। এরা সাধারণত একাকী বিচরণ করে। এরা ছোটো মাছ, জলজ পতঙ্গ, চিংড়ি জাতীয় মোলাস্কা আহার করে।  এরা এককভাবে বা দলবদ্ধভাবে আক্রমণ করে। এছাড়া জলে পতিত ফলও আহার করে।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Piranha
সূত্র : http://www.angelfire.com/biz/piranha038/images/Jared_LeClercq_Saureus.jpg