Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Actinopterygii
Subclass: Neopterygii
Infraclass: Teleostei
Order: Characiformes
Family: Characidae
Subfamily: Serrasalminae
Genus: Pygopristis

পাইগোপ্রিসিটিস
ইংরেজি : Pygopristis

Characidae গোত্রের একটি গণ। ১৮৪৪ খ্রিষ্টাব্দে . P. Müller এবং Troschel-এর নামকরণ করেন।

এই গণের অধীনে একটি মাত্র প্রজাতি আছে। ১৮১৯ খ্রিষ্টাব্দে
Cuvier এই প্রজাতিটির প্রথম নাম নামকরণ করেছিলেন Serrasalmus denticulatus। এরপর ১৮৪১ খ্রিষ্টাব্দে Jardine এই নাম সংশোধন করে নাম রাখেন Pygopristis fumarius। সবশেষে ১৮৪৫ খ্রিষ্টাব্দে P. Müller এবং Troschel এই প্রজাতিটির নামকরণ করেন Pygopristis denticulata। এদের ক্রোমোজোম সংখ্যা ৬২।

সাধারণভাবে এই প্রজাতিটি পিরানহা মাছ নামে পরিচিত। দক্ষিণ আমেরিকার ওরিনোকো নদীর অববাহিকায়, উত্তর এবং দক্ষিণ গায়না শিল্ডের নদীসমূহে এবং আমাজান নদীর নিম্নাঞ্চলের শাখা নদীগুলিতে এই পিরানহাগুলো পাওয়া যায়। এই মাছগুলো বাস করে মিষ্টি পানিতে।

এদের দাঁতগুলো
cusp এর মাধ্যমে চোয়ালের সাথে যুক্ত থাকে। মধ্যাঞ্চলের cusp এর আকার অন্যান্য অংশের  cusp এর চেয়ে একটু বড় হয়।এরা জলজ পোকামাকড়, মাছ এবং ফল আহার করে।

এরা লম্বায় প্রায় ২০ সেন্টিমিটার (৭.৯ ইঞ্চি) হয়ে থাকে।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Piranha
http://www.angelfire.com/biz/piranha038/genusPygopristis.html