Kingdom:
Animalia |
Serrasalmus altispinis
ইংরেজি : Serrasalmus
Characidae
গোত্রের একটি
Serrasalmus
গণের অন্তর্গত এক প্রকার পিরানহা মাছ। ল্যাটিন
altus (high,
উচ্চ)
and spina (thorn,
কাঁটা)। এই দুটি শব্দের সমন্বয়ে এই প্রজাতির নামকরণ করা হয়েছে।
এই প্রজাতিটির সাথে
Serrasalmus. rhombeus
এর প্রচুর মিল
আছে।
এর গায়ের রঙ রুপালি। এদের মাথার উপরে অংশ কালচে, আর চোয়ালের রঙ কমলা। একেবারে চোয়ালের নিচের অংশ লালচে বর্ণের হয়। শরীরে ছোটো কালো বিন্দু আছে। এরা প্রায় ১৯ সেন্টিমিটার (১০ ইঞ্চি) লম্বা হয়। এরা মাছ, জলজ কীট, উভচর ইত্যাদি আহার করে। দ্রুত চলাচল করতে পারে এবং শিকারের সময় এদের অসম্ভব রকম তৎপরতা লক্ষ্য করা যায়।
অনেকে একে এ্যাকুইরিয়ামে প্রতিপালন করে। তবে এদের জন্য বড় ধরনের এ্যাকুরিয়ামের (২০০ গ্যালন ধারণক্ষম) দরকার পড়ে।
সূত্র :
http://en.wikipedia.org/wiki/Piranha
http://www.angelfire.com/biz/piranha038/altispinis.html