Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Actinopterygii
Subclass: Neopterygii
Infraclass: Teleostei
Superorder: Ostariophysi
Order: Cypriniformes
Family: Cyprinidae
Subfamily: Barbinae
Genus: Puntius

পুঁটি
ইংরেজিতে spotted barbs
বৈজ্ঞানিক নাম Puntius sophore, F. Hamilton, 1822

Cyprinidae  গোত্রের Puntius গণের এক মিঠা পানির মাছ। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কায় এই প্রচুর দেখা যায়। নদী, খাল, বিল, পুকুরে এই মাছ বাস করে। স্বাদের বিচারে এই মাছের দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ দুটি হলো- তিত পুঁটি (স্বাদে কিছুটা তিতা) এবং জাত পুঁটি।

এদের দৈর্ঘ্য সর্বোচ্চ প্রায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত হয়। তবে কিছু উপ-প্রজাতি আরো ছোটো হয়ে থাকে। সাধারণভাবে এই মাছের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার ধরা হয়। গায়ের রঙের বিচারে পুঁটিকে দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ দুটির ভিতরে একটি হলো-

উভয় ধরনের পুঁটির দেহ মধ্যমাকার আঁশ দ্বারা ঢাকা থাকে। এদের কানকো ঈষৎ লালচে ধুসর। চোখ তুণ্ডের কাছাকাছি এবং বড়। মুখে কোনো স্পর্শী নেই। পৃষ্ঠপাখনা পিঠের উঁচু অংশ থেকে শুরু করে পিঠের নিম্ন ঢালে শেষ হয়েছে। পুচ্ছ দ্বিবভাজিত।

খাদ্যের বিচারে এর সর্বভূক। এরা শৈবাল, ক্ষুদ্র জলজ প্রাণী, কাদা, বালি, প্রাণীর পচা অংশ, অন্যান্য মাছের ডিম্ব ইত্যাদি। এদের প্রজনন কাল গ্রীষ্‌ম। বর্ষাকালে এই মাছ প্রচুর পাওয়া যায়।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Puntius