Kingdom: Animalia |
ভেদা মাছ
সমনাম নাম :
ভেদা, মিনি,
মেনি, নয়না,
রয়না।
বৈজ্ঞানিক নাম
Nandus
nandus
।
Nandidae
গোত্রের এক প্রকার মিঠা পানির মাছ। এটি দক্ষিণ-পূর্ব এশিয়া
এবং ভারত উপমহাদেশের মাছ। বাংলাদেশের নদ-নদী,
খাল-বিলে এই মাছ পাওয়া যায়। এই মাছ জলশয়ের কর্দমাক্ত অংশে বাস করতে পছন্দ করে।
এদের দেহ প্রায় ১৫-২০ সেমি লম্বা হয়। দেহ দুই পাস থেকে চ্যাপ্টা। পিঠ উত্তলাকার। দেহের রঙ কালচে সবুজ। দেহের উভয় পার্শ্বে তিনটি কালচো দাগ দেখা যায়। এর মুখ প্রশস্ত, ঊর্ধ্বমুখী, ও প্রক্ষেপণযোগ্য। চোখ মাথার উপরের দিকে। চোখের সামনে নাসারন্ধ্র আছে।
এই মাছের দাঁত ভিলাই আকৃতির। বক্ষ পাখনার কাছে গভীরতা সবচেয়ে বেশি। পৃষ্ঠ পাখনার কাঁটা শক্ত। পৃষ্ঠ পাখনায় ১০-১৫টি কাঁটা থাকে এবং কাঁটাগুলো পাতলা আবরণী দ্বারা সংযুক্ত। পায়ু পাখনায় ৩টি কাঁটা থাকে। এর দ্বিতীয় কাঁটাটি সর্বাধিক লম্বা।
এরা পানির নানা ধরনের কীটপতঙ্গ, শ্যাওলা, ছোটো মাছ আহার করে থাকে।
বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে এরা অগভীর পানিতে ডিম ছাড়ে। বর্ষাকালে এই মাছের পোনাগুলো বড় হয়ে উঠে। প্রতি ১০০ গ্রাম ভেদা মাছে আমিষ ১১ গ্রাম, চর্বি ৫.৩ গ্রাম, লোহা ০.৮ গ্রাম, ক্যালসিয়াম ৩৯০ মিলিগ্রাম ও ফসফরাস ২৯৮ মিলিগ্রাম থাকে।
সূত্র :