অন্তঃক্ষরা গ্রন্থি
(মানবদেহ)
ইংরেজি :
Endocrine gland
মানবদেহে অবস্থিত এক প্রকার
গ্রন্থি।
এই গ্রন্থি মূলত এক প্রকার আবরণী কলা। এই গ্রন্থিতে কোনো নালী থাকে না। তাই এদেরকে
অনালী বা নালীবিহীন
(Ductless gland)
গ্রন্থিও বলা হয়।
এই গ্রন্থিগুলো থেকে
ক্ষরিত রস সরাসরি রক্তে মিশ্রিত হয়। এই রসকে
সাধারণভাবে হরমোন বলা হয়। হরমোন রক্তের মাধ্যমে সারাদেহে ছড়িয়ে পড়ে এবং দেহের নানা
ধরনের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে।
মানবদেহে মোট ১৪টি অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এগুলো হলো
সূত্র :
ইন্টারনেট ও জাতীয় শিক্ষাক্রম ও
পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত গ্রন্থসমূহ।