বহিঃক্ষরা গ্রন্থি  (মানবদেহ)
ইংরেজি : Exocrine gland

মানবদেহে অবস্থিত এক প্রকার  
গ্রন্থি এই গ্রন্থিগুলো থেকে উৎপন্ন রাসায়নিক দ্রব্যগুলো বলা হয় রস (Juice)। এই রস উৎপত্তিস্থল থেকে নালির সাহায্যে নিকটস্থ কোনো বিশেষ বিশেষ স্থানে উপস্থিত হয়। এই কারণে এই গ্রন্থিগুলোর সাথে রস পরিবাহী একপ্রকার নালি থাকে। এই গ্রন্থি থেকে উৎপন্ন রস গ্রন্থির নিকটবর্তী কোনো অংশে গিয়ে শারীরবৃ্ত্তীয় কাজে অংশগ্রহণ করে। সমগ্র দেহে এই সকল গ্রন্থির কোনো প্রত্যক্ষ প্রভাব পড়ে না।

বহিঃক্ষরা গ্রন্থিসমূহ :

 


সূত্র :
ইন্টারনেট ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত গ্রন্থসমূহ।