ককেশীয় জাতি
ইংরেজি : Caucasian race, Caucasoid

দৈহিক বৈশিষ্ট্যের বিচারে নৃবিজ্ঞানে ব্যবহৃত একটি শব্দ।  কেউ কেউ একে ইউরোপীয় বলে থাকেন। যেহেতু এরা ইউরোপের আদি বাসিন্দা ছিল না বা বর্তমানেও শুধু ইউরোপেও এই জাতির মানুষ বাস করে না। সেই বিচারে ইউরোপীয় না বলাটাই সঙ্গত হবে।

এদের বর্তমান বসতি ইউরোপ, উত্তর আফ্রিকা, পশ্চিম ও মধ্য এশিয়া, এশিয়া মাইনর এবং দক্ষিণ এশিয়া জুড়ে। ককেশাস অঞ্চলের আদিবাসী ভেইনাখ-দের সূত্রে। উল্লেখ্য ভেইনাখ-দের উত্তরপুরুষরা পরিচিত ছিল কাভ্‌কাস (Kavkas) নামে। জাতিসত্ত্বার পরিচয়জ্ঞাপক নামটি পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছিল কাভকাসিয়ানস (Kavkasians)। ইউরোপীয় ভাষায়, বিশেষ করে ইংরেজি ভাষায় এই শব্দটি পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে ককেশিয়ান Caucasian। ১৭৮৫ খ্রিষ্টাব্দে জার্মান দার্শনিক খ্রিস্টোফার মেইনার্স তাঁর The Outline of History of Mankind গ্রন্থে ককেশিয়ান জাতি সম্পর্কে ধারণা দেন। ১৮০০ খ্রিষ্টাব্দের দিকে জার্মান বিজ্ঞানী Johann Friedrich Blumenbach, মানুষের দৈহিক বৈশিষ্ট্যের বিচারে মানুষকে শ্রেণিবিভাজনের সময় ককেশীয় মানুষ (Caucasian peoples) শব্দটি ব্যবহার করেন। মানুষের পৃথক জাতিগত শ্রেণি হিসেবে তিনি তাঁর বক্তব্যকে সুষ্পষ্টভাবে তুলে ধরেন।

ককেশীয়দের গায়ের রঙ সাদা বা সাদাটে। এদের চোখ বেশ প্রশারিত। নাক বেশ উন্নত।

ককেশীয়দেরকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই ভাগগুলো হলো