Kingdom (রাজ্য): Animalia

Phylum (পর্ব): Mollusca
Class
(শ্রেণি): Aplacophora

এ্যাপ্লোকোফোরা
ইংরেজি: Aplacophora

মোলাস্কা পর্বের একটি শ্রেণি। এরা মূলত সামুদ্রিক প্রাণী। আগে মনে করা হতো, এই শ্রেণির প্রজাতিগুলোকে একাইনোডার্মস-এর অন্তর্গত। ১৯৮৭ খ্রিষ্টাব্দে এদেরকে মোলাস্কার অন্তর্গত করে এ্যাপ্লোকোফোরা শ্রেণি হিসেবে নামকরণ করা হয়েছে। এই শ্রেণির মোট ৩২০টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে।

এদের কোনো খোলস থাকে না। ফলে এদের  সিলিন্ডার আকারের পোকার মতো মনে হয়। অধিকাংশ প্রজাতিই লম্বায় বড় জোর ২ ইঞ্চি হয়ে থাকে। তবে এদের বড় প্রজাতিগুলো লম্বায় প্রায় ১২ ইঞ্চি হয়।

 

এই শ্রেণির সকল প্রাণীকে দুটি উপশ্রেণি ভাগ করা হয়েছে। এই উপশ্রেণি দুটি হলো

১. Neomeniomorpha (Solenogastres)

২. Chaetodermomorpha (Caudofoveata)।

 


তথ্য :
https://en.wikipedia.org/wiki/Aplacophora
https://ferrebeekeeper.wordpress.com/tag/aplacophora/

http://www.whoi.edu/science/B/aplacophora/