Kingdom (রাজ্য): Animalia
Phylum
(পর্ব): Mollusca
|
মনোপ্ল্যাকোফোরা
ইংরেজি:
Monoplacophora।
গ্রিক শব্দ Monos
অর্থ One
তথা এক, Plax
অর্থ Plate
তথা প্লেট এবং Pherein
অর্থ Bearing
তথা বহনকাকারী।
প্রাণিরাজ্যের মোলাস্কা (Mollusca)
পর্বের একটি শ্রেণি বিশেষ।
এদের দেহ গোলাকার দেহ (Dome-shaped) এবং দ্বি-পার্শ্বীয় প্রতিসম। দেহের অভ্যন্তরভাগ খণ্ডায়িত (Metamerism)। এদের হৃদপিণ্ড দুই জোড়া অরিকল (Auricle) এবং একটি ভেন্ট্রিকল (Ventricle) নিয়ে গঠিত। রেচনাঙ্গ ছয় জোড়া নেফ্রিডিয়া (Nephridia)।
Neopilina galatheae |
এদের পৃষ্ঠদেশ একটি খণ্ডবিশিষ্ট শক্ত খোলস দ্বারা আবৃত। এই খোলসে বৃদ্ধি রেখা লক্ষ্য করা যায়। শ্বসনের কাজে পাঁচ জোড়া ফুলকা ব্যবহৃত হয়। এই গণের একমাত্র গণ neopilina জীবিত আছে । এর সকল প্রজাতিই সামুদ্রিক। আগে ধারণা ছিল যে, এই শ্রেণির সকল প্রজাতিই বিলুপ্ত হয়ে গেছে। ১৯৫০ খ্রিষ্টাব্দে কোস্টারিকার নিকটবর্তী গভীর সমুদ্রে এর জীবিত প্রজাতি Neopilina galatheae-র সন্ধান পাওয়া গেছে। এরা সমুদ্রের গভীরতলে শীতল পরিবেশে বসবাস করে।
তথ্য :
বাংলা একাডেমী
বিজ্ঞানকোষ। তৃতীয় খণ্ড। আষাঢ় ১৪০৮/জুন ২০০১