ইট
ইংরেজি :
Brick
সমার্থক শব্দ : ইট, ইটা, ইষ্টক।

একালের দেশী ইট

কাদা দ্বারা নির্মিত আয়তাকার ব্লক, যাতে একটি নির্দিষ্ট মানের উচ্চতা থাকে। ফলে ইট একটি সুনির্দিষ্ট ঘন নির্মাণ একক হিসাবে চিহ্নিত হয়ে থাকে।  স্থান-কাল ভেদে ইটের আকার বিভিন্ন রকম হতে পারে। আন্তর্জাতিক ভাবে ইটের মাপ লম্বার সাড়ে নয় ইঞ্চি, প্রস্থে সাড়ে চার ইঞ্চি ও উচ্চতায় পৌনে পাঁচ ইঞ্চি বলে স্বীকৃত। যদিও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকার ও আকৃতির ইট যে কোন সময় বানিয়ে নেয়া যায়।

ইটের তৈরি দেয়াল

ইট তৈরির জন্য বিশেষ ধরনের মাটি ব্যবহার করা হয়। মূলত কাদামাটিকে বিশেষ মানে নমনীয় করে নির্দিষ্ট ছাঁদে ফেলে ব্লক তৈরি করা হয়। সাধারণত এই নরম ইট শুকনোর জন্য নির্দিষ্ট সময় রৌদের রেখে দেয়া হয়। আধুনিক পদ্ধতিতে নরম ইটকে বিশেষ ধরনের তাপ ও আর্দ্রতা দূরীকরণের উপযোগী ঘরে শুকানো হয়। এই শুষ্ক ইটকে পড়ে বিশেষ ধরনের চুল্লীতে পুড়িয়ে এর পাকা রূপ দেওয়া হয়। পাকা ইট একটি সুনির্দিষ্ট পরিমাণ পানি শোষণ করে, কিন্তু কখনই গলে যায় না। অট্টালিকার দেয়াল, মেঝে, পায়ে চলা পথে প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া ইটের টুকরো পাথরের বিকল্প হিসেবে কংক্রিটেও ব্যবহৃত হয়ে থাকে। নির্মাণশিল্পে আস্ত ইট বা খণ্ড ইটকে মশল্লা (সিমেন্ট মিশ্রিত যোজক বা চুন সুরকি জাতীয় যোজক) দ্বারা সংযোজিত করা হয়।

টের সবচেয়ে প্রাচীন ব্যবহার দেখা যায়, ৭৫০০ খ্রিষ্টাব্দে তেল আসওয়াদ (জর্ডানের অংশ) নামক স্থানে। এর ঠিক সমসাময়িক কালের ইটের ব্যবহার দেখা যায় টাইগ্রিসের উজান অঞ্চলে। আপার টাইগ্রিসের তীরবর্তী অঞ্চলে, দক্ষিণ-পূর্ব আনাতোলিয়া এবং এর কাছাকাছি দিয়ারবাকির অঞ্চলে। তার পর খ্রিষ্টপূর্ব ৭০০০ থেকে ৬৪০০ অব্দের মধ্যে জেরিকো ও কাতালহাইয়ুক অঞ্চলে ইটের উপস্থিতি দেখা গিয়েছে।

এ ছাড়া খ্রিষ্টপূর্ব ৪৫০০ অব্দে সিন্ধু অববাহিকার মেহেরগড়ে (সিন্ধু সভ্যতা) কাদামাটির ইটের অস্তিত্ব পাওয়া যায়। ইটের আধুনিকায়নের পথে প্রথম রোদে শুকানো ইট পাওয়া গেছে, ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দে প্রাচীন মেসোপটেমিয়ার উর নগরীর ধ্বংশস্তূপে। প্রথম আগুনে পোড়া ইটের প্রচলন শুরু হয় রোমান সভ্যতায়। রোমান সৈন্যবাহিনী তাদের কাজের সুবিধার্তে বহনযোগ্য চুল্লি ব্যাবহার করে বিপুল পরিমাণে আগুনে পোড়া ইঁট উৎপাদন করা শুরু করে। এই সময় তারা ইটের গায়ে ছাপ দেওয়াও শুরু হয়। এই শনাক্তকারী ছাপ দেখে বোঝা যায় কোন ইট বাহিনী তৈরি  করেছিল।


সূত্র : http://en.wikipedia.org/wiki/Brick