ব্লোম্বোস-গুহাচিত্র
Blombos Cave Art

দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের নিকটবর্তী ব্লোম্বোস গুহায় প্রাপ্ত প্রস্তরে খোদিত চিত্রকর্ম বিশেষ।  যদিও এই চিত্রকর্ম গুহার গায়ের দেয়ালে বা ছাদে আঁকা হয় নি, তারপরেও গুহায় প্রাপ্ত বলে একে গুহাচিত্র বলা হয়। আভিধানিক বিচারে এই চিত্রগুলো গুহাচিত্র হিসেবে বিবেচিত হয় না। ধারণা করা হয়, প্রায় ৭৫-৭০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই চিত্রগুলো অঙ্কিত হয়েছিল।  আফ্রিকায় প্রাপ্ত প্রাগৈতিহাসিক চিত্রকর্মসমূহের ভিতরে ব্লোম্বোস গুহাচিত্রের ভিতরে একটি বিশেষ স্থান দখল করে আছে।

১৯৯১ খ্রিষ্টাব্দের দিকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য ব্লোম্বোস গুহার আশপাশে অনুসন্ধান শুরু হয়েছিল। এই সূত্রে এই গুহার চিত্রকর্মগুলো পাওয়া যায়। ২০০২ খ্রিষ্টাব্দে এই গুহাচিত্রের দুটি নমুনা পাওয়া গিয়েছিল। পরে এর অন্যান্য নমুনা পাওয়া যায়।

এই চিত্রকর্ম ছাড়াও এখানে পাওয়া গিয়েছে ৮০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের দিকের তৈরি পাথুরে যন্ত্রপাতি। এখানাকার অধিবাসীরা ছিল হোমো স্যাপিয়েন্স। জীবাশ্ম এবং ব্যবহার্য যন্ত্রপাতি অনুসরণ করে, ধারণা করা হয়, এরা প্রায় ১ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে বসতি স্থাপন করেছিল। প্রায় ৩.৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে হোমো স্যাপিয়েন্সরা মরোক্কোতে আবির্ভূত হওয়ার পর, ২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ইথিওপিয়া এবং তৎসংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এই সময়ের ভিতরে এদের জীবাশ্ম ছাড়া অন্য কোনো সৃজনশীল কাজের নমুনা পাওয়া যায় নি। পরবর্তী ১ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এরা আফ্রিকার অভ্যন্তরে এবং আফ্রিকার বাইরে ইউরেশিয়ায় প্রবেশ করেছিল। এদেরই একটি শাখা দক্ষিণ আফ্রিকা ব্লোম্বোস গুহার আশপাশ জুড়ে ১ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বসতি স্থাপন করেছিল। আর ৭০ হাজার খ্রিষ্টপূর্বাব্দের এরা ব্লোম্বোস-গুহাচিত্র তৈরি করেছিল।

ব্লোম্বোস গুহাচিত্রের ভিতরে উল্লেখযোগ্য ছিল শামুকের খোলসে খোদিত কর্ম এবং রেখাঙ্কিত প্রস্তর খণ্ড। এছাড়া প্রায় ৭১ খ্রিষ্টপূর্বাব্দের তৈরি পাথরের অস্ত্র। তবে এ সকল অস্ত্রের অগ্র ও প্রান্তভাগ তীক্ষ্ণ করার চেষ্টা করলেও দেহাংশ বেশ এবড়ো থেবড়ো। 
 
রেখাঙ্কিত প্রস্তর খণ্ড শামুকের খোলসে খোদিত কর্ম পাথরের অস্ত্র