এডোরেশান অফ দ্যা ম্যাগি
Adoration of the Magi

এডোরেশান অফ দ্যা ম্যাগি ১৪৮১।

ছবির নাম : Adoration of the Magi
শিল্পী :
লিওনার্দো দ্যা ভিন্সি
প্রকৃতি : কাঠের উপরে অঙ্কিত তৈলচিত্র।
অঙ্কনের সময় : ১৪৮১ খ্রিষ্টাব্দ।
আকার : ২৪৬ সেমি
×৪৩ সেমি (৯৭ ইঞ্চি× ৯৬ ইঞ্চি)।
সংরক্ষণ : ফ্লোরেন্সের উফ্‌ফজি গ্যালারি।

১৪৮১ খ্রিষ্টাব্দে ফ্লোরেন্সের সান দোনাতো মঠের অগাস্টিয়ান পুরোহিতদের জন্য আঁকার দায়িত্ব পান। সেই সূত্রে তিনি ছবিটির জন্য প্রাথমিকভাবে অনেকগুলো খসড়া করেন। ছবির মূল চরিত্র কুমারী মেরি এবং যিশু। এই ছবিটি সমাপ্ত না করেই লিওনার্দো মিলানে চলে যান। পরবর্তী সময়ে তিনি এই ছবিটিতে আর হাত দেন নি। ১৬৭০ খ্রিষ্টাব্দে ছবিটি ফ্লোরেন্সের উফ্‌ফজি গ্যালারি-তে আনা হয়।


সূত্র :
১. লিওনার্দো দা ভিঞ্চি
মোবাশ্বের আলী। বাংলাদেশ শিল্পকলা একাডেমী। বৈশাখ ১৪১৩
২.
http://en.wikipedia.org/wiki/Adoration_of_the_Magi_(Leonardo)