লিওনার্দো দ্যা ভিন্সির বেদীপশ্চাৎ-চিত্র
annunciation by da vinci

বেদী-পশ্চাৎ চিত্র ১৪৭২-৭৫।

ছবির নাম : নাম নাই
শিল্পী :
লিওনার্দো দ্যা ভিন্সি
প্রকৃতি : তেল এবং টেম্পেরা।
অঙ্কনের সময় : ১৪৭২-৭৫ খ্রিষ্টাব্দ।
আকার : ৯৮ সেমি
×১৭ সেমি (৩৯ ইঞ্চি× ৮৫ ইঞ্চি)।
সংরক্ষণ : ফ্লোরেন্সের উফ্‌ফজি গ্যালারি।

মেরি'র কাছে জিব্রাইল ফেরেস্তা কোনো বাণী নিয়ে এসেছে, সেই দৃশ্যই এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। ফেরেস্তা একটি ম্যাডোনা পদ্ম হাতে ধরে আছে।  মেরি'র কুমারীত্ব এবং ফ্লোরেন্সের প্রতীক হিসেবে এই পদ্ম ব্যবহার করা হয়েছে। লিওনার্দোর ছবির সামনের মার্বেল পাথরের টেবিলটি যোগ করেছেন, তাঁর গুরু ভ্যারিচ্চিও-এর ভাস্কর্যের অনুকরণে।

এই ছবিটি স্থাপিত ছিল মোন্টেওলিভেটো'র  সান বার্টোলোমেয়ো মঠে। ১৮৬৭ খ্রিষ্টাব্দে ফ্লোরেন্সের  উফ্‌ফজি গ্যালারিতে এটি সংরক্ষণের জন্য আনা হয়। তখন পর্যন্ত মনে করা হতো, এই ছবিটি লিওনার্দো এবং  ভ্যারিচ্চিও'র আঁকা। এরপর ১৮৬৯ খ্রিষ্টাব্দে ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করে গবেষকরা ঘোষণা দেন যে, এটি লিওনার্দোর আঁকা।


সূত্র :
১. লিওনার্দো দা ভিঞ্চি
মোবাশ্বের আলী। বাংলাদেশ শিল্পকলা একাডেমী। বৈশাখ ১৪১৩
২.
http://en.wikipedia.org/wiki/Annunciation_(Leonardo)