Ginevra de' Benci
জিনেভ্রা দ্যা বেন্‌চি

 

Ginevra de' Benci, ১৪৭৪-১৪৭৮

ছবির নাম : Ginevra de' Benci
শিল্পী :
লিওনার্দো দ্যা ভিন্সি
প্রকৃতি : প্যানেলে আঁকা তৈলচিত্র।
অঙ্কনের সময় : ১৪৭৪-১৪৭৮ খ্রিষ্টাব্দ।
আকার : ৩৮.১ সেমি
×৩৭সেমি (১৫ ইঞ্চি× ১৫ ইঞ্চি)।
সংরক্ষণ : ওয়াশিংটন ডিসি, ন্যাশনাল গ্যালারি অফ আর্ট

এই ছবিতে যে নারীকে দেখা যায়, তার নাম জিনেভ্রা দ্যা বেন্‌চি (Ginevra de' Benci)। ইনি ফ্লোরেন্সের এক অভিজাত পরিবারে জন্মেছিলেন ১৪৫৮ খ্রিষ্টাব্দে। সে সময়ে তাঁর বুদ্ধিমত্তার জন্য সমগ্র ফ্লোরেন্সে সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। লিওনার্দো এঁর ছবি আঁকা শুরু করেন ১৪৭৪ খ্রিষ্টাব্দে এবং শেষ করেন ১৪৭৮ খ্রিষ্টাব্দে। ছবি আঁকার সময়  জিনেভ্রা দ্যা বেন্‌চি -এর বয়স ছিল ১৬। আর ছবিটি শেষ করার সময় তাঁর বয়স পৌঁছেছিল ২০ বৎসরে। তাঁর বিয়ে হয়েছিল Amerigo de’ Benci নামক এক অভিজাত ব্যক্তির সাথে।

এটি কাঠের উপর আঁকা তৈলচিত্র। ১৯৬৭ খ্রিষ্টাব্দে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গ্যালারি অফ আর্ট এই ছবিটি হাউস অফ লিচেনস্টেইন-এর কাছ থেকে ৫০ লক্ষ ডলারে ক্রয় করেছিল। এটি ছিল কোনো ছবি কেনার ক্ষেত্রে সেকালের সর্বোচ্চ মূল্য। উল্লেখ্য পুরো আমেরিকা মহাদেশে এটিই একমাত্র লিওনার্দোর মূল ছবি।


সূত্র :
১. লিওনার্দো দা ভিঞ্চি
মোবাশ্বের আলী। বাংলাদেশ শিল্পকলা একাডেমী। বৈশাখ ১৪১৩
২.
http://en.wikipedia.org/wiki/Leonardo_da_Vinci