Lady with an Ermine ১৪৮৯-৯০ খ্রিষ্টাব্দ

লেডি উইথ এ্যান এর্মাইন
Lady with an Ermine

ছবির নাম : Lady with an Ermine
শিল্পী :
লিওনার্দো দ্যা ভিন্সি
প্রকৃতি : কাঠের প্যানেলেরঅঙ্কিত তৈলচিত্র।
অঙ্কনের সময় : ১৪৮৯-৯০ খ্রিষ্টাব্দ।
আকার : ৫৪ সেমি
×৩৯ সেমি (২১ ইঞ্চি× ১৫ ইঞ্চি)।
সংরক্ষণ : পোল্যান্ডের
Czartoryski Museum and Library' ।

১৪৮১-৮২ খ্রিষ্টাব্দে লিওনার্দো ফ্লোরেন্স থেকে মিলান চলে আসেন। মিলানে আসার কিছুদিন পর তিনি লুডোভিকোর রক্ষিতা সিসিলয়া গেলিরানির প্রতিকৃতি আঁকেন। ছবিটির নাম : Lady with an Ermine। সম্ভবত ১৪৮৯-৯০ খ্রিষ্টাব্দের দিকে তিনি ছবিটি সমাপ্ত করেছিলেন। ছবিটি বর্তমানে পোল্যান্ডের 'Czartoryski Museum and Library' রক্ষিত আছে।


সূত্র :
১. লিওনার্দো দা ভিঞ্চি
মোবাশ্বের আলী। বাংলাদেশ শিল্পকলা একাডেমী। বৈশাখ ১৪১৩
২.
http://en.wikipedia.org/wiki/Adoration_of_the_Magi_(Leonardo)