The Virgin and Child with St Anne and St John the Baptist ১৪৯৯-১৫০০ বা ১৫০৬-১৫০৮ |
ছবির নাম :
শিল্পী :
লিওনার্দো দ্যা ভিন্সি।
প্রকৃতি : ক্যানভাসে আঁকা। কয়লা এবং সাদাকালো চক পাউডারের আঁকা
অঙ্কনের সময় : ১৪৯৯-১৫০০ খ্রিষ্টাব্দে বা ১৫০৬-১৫০৮
খ্রিষ্টাব্দের ভিতর আঁকা।
আকার : ১৪১.৫ সেমি×১০৪.৬
সেমি (৫৫.৭ ইঞ্চি×
৪১.২ ইঞ্চি)।
সংরক্ষণ : ন্যাশনাল গ্যালারি, লণ্ডন।
ছবিটির অপর নাম :
The Burlington House Cartoon।
আট প্রস্থ কাগজ আঠা দিয়ে একত্রিত করে মোটা স্তর তৈরি করে এই ছবিটি আঁকা হয়েছিল।
ছবিটিতে দেখা যায় কুমারী মেরি তাঁর মা সেন্ট এ্যানির প্রায় কোলের উপর বসেছেন। মেরি
যিশুকে ধরে রেখেছেন, পাশে তাঁর জ্ঞাতি ভাই দাঁড়িয়ে আছে। যিশুকে বাপ্তাইজ করার দৃশ্য
এই ছবিতে দেখানোর চেষ্টা করা হয়েছে।
এই ছবিটির আঁকার সময়কাল নিয়ে বিতর্ক আছে। কারো মতে ছবিটি ১৪৯৯-১৫০০ খ্রিষ্টাব্দের ভিতরে তিনি ফ্লোরেন্সে থাকার সময় এই ছবিটি অঙ্কন করেছিলেন। আবার অনেকে অনেকের মতে এই ছবিটি তিনি আরো পরে অর্থাৎ ১৫০৬-১৫০৮ খ্রিষ্টাব্দের ভিতরে মিলানে থাকাকালীন সময়ে এঁকেছিলেন।
সূত্র :
১. লিওনার্দো দা ভিঞ্চি। মোবাশ্বের আলী। বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
বৈশাখ ১৪১৩
২.
http://en.wikipedia.org/wiki/Leonardo_da_Vinci