The-Baptism-of-Christ ১৪৭২-৭৫। ভ্যারিচ্চিও ও লিওনার্দোর আঁকা ছবি

The Baptism of Christ
খ্রিষ্টের বাপ্তাইজম

ছবির নাম :
The-Baptism-of-Christ
শিল্পী :
ভ্যারিচ্চিও ও
লিওনার্দো দ্যা ভিন্সি
প্রকৃতি : কাঠের উপরে অঙ্কিত তৈলচিত্র।
অঙ্কনের সময় : ১৪৭২-৭৫।
আকার : ১৭৭সেমি
×১৫১ সেমি (৭০ ইঞ্চি× ৫৯ ইঞ্চি)
সংরক্ষণ : ফ্লোরেন্সের উফ্‌ফজি গ্যালারি।

লিওনার্দো দ্যা ভিন্সি'র শিক্ষাগুরু ভ্যারিচ্চিও ক্রেতাদের চাহিদা অনুসারে ছবি এঁকে দিতেন। এই কার্যক্রমের জন্য তাঁর একটি ছবি তৈরির কারখানা ছিল। এই কারখানায় গুরু ভ্যারিচ্চিওর সাথে লিওনার্দোসহ তাঁর আরও কিছু শিষ্য কাজ করতেন।
১৪৭২ খ্রিষ্টাব্দে এই রকম একটি ফরমায়েশি ছবি আঁকার কাজ পান ভ্যারিচ্চিও। এই ছবিটি লিওনার্দো এতটাই ভালো আঁকেন যে, তাঁর গুরু প্রতীজ্ঞা করেন যে, ভবিষ্যতে তিনি আর তুলি ধরবেন না। এই ছবিটি অবশ্য ভ্যারিচ্চিও ও লিওনার্দোর আঁকা ছবি হিসেবেই পাওয়া যায়। যতদূর জানা যায় এরপর থেকে অধিকাংশ সময় ভ্যারিচ্চিও ভাস্কর্যের কাজ করতেন। আর কারখানায় ছবি আঁকার কাজ করতেন লিওনার্দো।


সূত্র :
১. লিওনার্দো দা ভিঞ্চি
মোবাশ্বের আলী। বাংলাদেশ শিল্পকলা একাডেমী। বৈশাখ ১৪১৩
২.
http://en.wikipedia.org/wiki/The_Baptism_of_Christ_(Verrocchio)