ভার্জিন অফ দ্যা রক্স
Virgin of the
Rocks বা
Madonna of the Rocks
Virgin of the Rocks লুভর সংস্করণ |
১৪৮৩ খ্রিষ্টাব্দের ২৫ এপ্রিল, পাদ্রীরা
চ্যাপেল-এর জন্য লিওনার্দো এবং এম্ব্রজিয়ো নামক একজন শিল্পীকে ছবি আঁকার দায়িত্ব
দেন। কিন্তু শেষ পর্যন্ত লিওনার্দো এই ছবিটি শেষ করেন। এই ছবিটির নাম রাখা হয়
Virgin of the Rocks
। এই ছবিটিকে অনেক সময়
Madonna of the Rocks-ও
বলা হয়। ছবিটির দুটি সংস্করণ আছে। মূল ছবিটি আছে প্যারিসের লুভর যাদুঘরে। এই কারণে
একে বলা হয় লুভর সংস্করণ। ছবিটির লন্ডন সংস্করণ রয়েছে লণ্ডনের ন্যাশনাল গ্যালারিতে।
লুভর সংস্করণ
ছবির নাম : Virgin of the Rocks
(লুভর সংস্করণ)
শিল্পী :
লিওনার্দো দ্যা ভিন্সি।
প্রকৃতি : তৈল চিত্র, ক্যানভাসে স্থানান্তরিত।
অঙ্কনের সময় : ১৪৮৩-৮৬ খ্রিষ্টাব্দ।
আকার : ১৯৯ সেমি×১২২
সেমি (৭৮.৩ ইঞ্চি×
৪৮ ইঞ্চি)।
সংরক্ষণ : প্যারিসের লুভর যাদুঘর।
এই ছবিটি তিনি এঁকেছিলেন ১৪৮৩-১৪৮৬ খ্রিষ্টাব্দের ভিতরে।
এই সংস্করণটি তৈরি হওয়ার পর এর দাম ধরা হয়েছিল ৭০০ লিরা। আর লিওনার্দোর সম্মানী ছিল
১০০ লিরা। পরে লিওনার্দো এবং এম্ব্রজিয়ো এই ছবির পারিশ্রমিক আরও বেশি প্রার্থনা
করেন। শেষ পর্যন্ত ছবিটিকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেও- শিল্পীরা আবার ছবিটি
ফেরত চেয়ে বসেছিলেন।
Virgin of the Rocks লণ্ডন সংস্করণ |
লণ্ডন সংস্করণ
ছবির নাম :
Virgin of the Rocks (লণ্ডন
সংস্করণ)
শিল্পী :
লিওনার্দো দ্যা ভিন্সি।
প্রকৃতি : তৈল চিত্র, প্যানেলে আঙ্কিত।
অঙ্কনের সময় : ১৪৯৫-১৫০৮ খ্রিষ্টাব্দ।
আকার : ১৮৯ সেমি×১২০
সেমি (৭৪.৬ ইঞ্চি×
৪৭.২৫ ইঞ্চি)।
সংরক্ষণ : প্যারিসের লুভর যাদুঘর।
লিওনার্দো মূল ছবি (লুভর সংস্করণের)-র অনুসরণে লণ্ডন সংস্করণ তৈরি করেছিলেন ১৪৯৫-১৫০৮ খ্রিষ্টাব্দের ভিতরে। এই
সংস্করণটি আছে লণ্ডনের ন্যাশনাল গ্যালারিতে। এই কারণে একে লণ্ডন সংস্করণ বলা হয়।
ধারণা করা হয় এই
ছবিটির প্রাথমিক খসড়া করেছিলেন তাঁর একজন শিষ্য। এটা ছিল তাঁর প্রশিক্ষণের অংশ। পরে
ছবিটির পূর্ণতা প্রদান করেন লিওনার্দো স্বয়ং। সেই কারণে এই ছবিটি লিওনার্দোর ছবি
হিসেবেই পরিচিতি পেয়েছে।
সূত্র :
১. লিওনার্দো দা ভিঞ্চি। মোবাশ্বের আলী। বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
বৈশাখ ১৪১৩
২.
http://en.wikipedia.org/wiki/Virgin_of_the_Rocks