The Last Supper, ১৪৯৪-১৪৯৮ |
ছবির নাম :
The Last Supper
শিল্পী :
লিওনার্দো দ্যা ভিন্সি।
প্রকৃতি : টেম্পোরর, গেস্সো, মেস্টিক-এর সমন্বিত রঙে আঁকা।
অঙ্কনের সময় : ১৪৯৪-৯৮ খ্রিষ্টাব্দ।
আকার : ৪৬০ সেমি×৮৮০
সেমি (১৮১ ইঞ্চি×
৩৪৬ ইঞ্চি)।
সংরক্ষণ : মিলানের সান্টা মারিয়া গ্রাৎজিয়ে গির্জা।
১৪৯৪ খ্রিষ্টাব্দে লিওনার্দো সান্তা মারিয়া
গ্রাৎসির যাজকদের ঘরে একটি ছবি আঁকার দায়িত্ব পান। ১৪৯৮ খ্রিষ্টাব্দে তিনি এই ছবিটি
শেষ করেন।
বাইবেলে বর্ণিত যিশুখ্রিষ্টের শেষ নৈশভোজকে এই ছবিতে তুলে ধরা হয়েছে। ছবির মাঝখানে
রয়েছেন যিশুখ্রিষ্ট। আর তাঁর দুই পাশে রয়েছেন ৬ জন করে মোট ১২জন শিষ্য। উভয় পাশের
ছয়জন আবার ৩জন করে বিভক্ত। সব মিলিয়ে যিশুখ্রিষ্ট ছাড়া ১২জন শিষ্য ৪টি দলে বিভক্ত।
যিশুখ্রিষ্টের ডানদিকের ছবিটি নিয়ে নানা ধরনের তর্ক। এই ছবির ডানদেকের একজন শিষ্য
এমনভাবে ডানদিকে একটি বিশেষ কোণ তৈরি করে রয়েছে, যার ফলে যিশু এবং তাঁর মাঝে ইংরেজ
ভি বর্ণ সৃষ্টি করেছে। এই বিশেষভাবে থাকা শিষ্যটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে, দেখা
যায় শিষ্যটি মেয়ে। তাঁর গলায় রয়েছে চমৎকার একটি লকেটও শোভা পাচ্ছে।
দেখুন :
The Last Supper
ছবির বর্ধিত রূপ
ছবিটির উপর দিয়ে নানা রকমের ধকল গিয়েছে। ছবিটি আঁকা হয়েছিল একটি স্যাঁতস্যাঁতে ঘরে।
ফলে ছবিটি আঁকার কিছুদিন পর দেখা গলো এর জায়গায় জায়গায় রঙ চটে যাচ্ছে। সে সময় কিছু
কুশলী শিল্পী ওই চটে যাওয়া রঙ মেরামত করেন। ইতালি অভিযান শেষ নেপোলিয়ানের একদল
সৈন্যম এই ঘরে আশ্রয় নিয়েছিল। যিশুখ্রিষ্টের পরম ভক্তদের কেউ কেউ তখন, যিশুর সাথে
প্রতারণাকারী জুডাথের উদ্দেশ্য জুতো ছুঁড়ে মারে। ফলে সে সময়ও ছবিটি ক্ষতিগ্রস্থ হয়।
আবার একবার মঠের সাধুরা এই ছবির দেয়ালের নিচ দিয়ে একটি দরজা বানানোর কাজ শুরু করে।
এই সময়ের দেয়ালের গায়ে দরজা বানানোর উপযোগী ফোকর তৈরির জন্য হাতুরি শাবল চালায়। এই
সময়ও ছবিটি ক্ষতিগ্রস্থ হয়। ফরাসি সম্রাট দ্বাদশ লুই এই ছবি দেখে অত্যন্ত মুগ্ধ হন।
তিনি পুরো দেয়াল তুলে ফ্রান্সে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু অসম্ভব বলে
সম্রাট এই পরিকল্পনা ত্যাগ করেন। এইভাবে ছবিটি যখন একেবারে শেষ দশায় পৌঁছায়, তখন
ইতালীর কিছু শিল্পী এসে ছবিটি সযত্নে রক্ষা করার উদ্যোগ নেন। পরবর্তী সময় শিল্পীদের
ঐকান্তিক প্রচেষ্টায় এবং সরকারি আনুকূল্যে ছবিটি এখনো টিকে আছে।
সূত্র :
১. লিওনার্দো দা ভিঞ্চি। মোবাশ্বের আলী। বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
বৈশাখ ১৪১৩
২.
http://en.wikipedia.org/wiki/Leonardo_da_Vinci