ফুমানে গুহাচিত্র
Fumane Cave Paintings

ইতালির ভেরোনা নগরীর ৯ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত, ফুমানে গুহায় অঙ্কিত চিত্র। ১৯৬৪ খ্রিষ্টাব্দে এই গুহাচিত্র আবিষ্কার করেছিলেন Giovanni Solinas

প্রায় ৩৫ হাজার খ্রিষ্টপূর্বাব্দে ক্রো-ম্যাগনানরা এই গুহার দেওয়ালে ছবি এঁকেছিল। এই গুহার দেওয়ালে অঙ্কিত চিত্রগুলোতে ব্যবহার করা হয়েছিল লাল পিগমেন্ট। এই গুহাচিত্রের বিষয় মানুষ এবং পশু উভয়ই ছিল।
 


সূত্র: