ফন্ট-ডি-গুম গুহাচিত্র
এই গুহা থেকে পাওয়া গেছে প্রাচীন মাটির পাত্র
এবং পাথরের অস্ত্রশস্ত্র। এই গুহায় কয়েক স্তর পর্যন্ত খনন করে 
বিভিন্ন সময়ের এ সকল সামগ্রী পাওয়া গেছে। এখন পর্যন্ত যে সকল সামগ্রী পাওয়া গেছে, 
তার ভিতরে সর্বপ্রাচীন নমুনার বয়স ধরা হয়েছে ৩৭ হাজার খ্রিষ্টপূর্বাব্দ। এ সকল  
পাথুরে অস্ত্রের সাথের ইউরেশিয়া প্রবেশকারী নিয়ানডার্থালদের তৈরি বলে অধিকাংশ 
বিজ্ঞানী মত দিয়েছেন।সূত্র: