ঘোড়ার ছবি |
ষাঁড়ের ছবি |
কিছু প্রাণীর ছবি |
লাস্ক গুহাচিত্র
Luscaux
Cave paintings
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের দোরদোন অঞ্চলে প্রাপ্ত গুহাচিত্র। ধারণা
করা হয়, এই গুহাচিত্রগুলো অঙ্কিত হয়েছিল খ্রিষ্টপূর্ব ১৭,০০০ বৎসর খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্রাচীন
প্রস্তরযুগে।
১৮৪০ খ্রিষ্টাব্দের ১২ই সেপ্টেম্বর কিছু তরুণ বল খেলছিল করছিল। তাদের একটা কুকুর বলের পিছনে দৌড়াতে দৌড়াতে নিকটবর্তী একটি গুহায় প্রবেশ করে। কিছুক্ষণ পর, কুকুরটির অনবরত ঘেউ ঘেউ শব্দ শব্দ শুনে তিনজন তরুণ (Jacques Marsal, Georges Agnel, and Simon Coencas) গুহায় প্রবেশ করে। পরে এরা দিয়াশলাই জ্বালিয়ে গুহার দেয়ালে কিছু অঙ্কিত ছবি দেখতে পায়।
লাসকো
গুহাটি মূলত পানি প্রবাহের পথ। এর দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ফুট। গুহার মুখ থেকে
বেশ কিছুটা গভীরে মানুষ নিরাপদ আশ্রস্থল হিসেবে বাস করতো। পশুর মজ্জা থেকে প্রদীপ
তৈরি করে আলোর অভাব দূর করেছিল। সেই আলোতেই শিল্পীরা ছবি এঁকেছিলেন। এই
গুহাচিত্রে প্রায় ৬,০০০ মানুষ, পশু এবং প্রতীকচিহ্ন রয়েছে। তবে এর বহু ছবি কালের
বিবর্তনে অস্পষ্ট হয়ে গেছে। স্পষ্টভাবে বুঝা যায় এমন ৯০০-এর বেশি পশুর ছবি রয়েছে।
এর ভিতরে ৬০৫টি দেখে সুনির্দিষ্টভাবে প্রাণীগুলোকে শনাক্ত করা যায়। এর ভিতরে রয়েছে ষাড়, পাখি, গণ্ডার ও মানুষ।
এদের ভিতরে একটি বড় ষাড়ের ছবি রয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ১৭ ফুট।
এই ছবিগুলো আঁকা হয়েছিল লাল, হলুদ ও কয়লা দিয়ে। তবে এ সকল রঙের সংমিশ্রণে ছবিতে একাধিক রঙের সৃষ্টি করা হয়েছে।
সূত্র: