অগ্নি (নক্ষত্র)
ইংরেজি Alnath, Elnath
জ্যোতির্বিজ্ঞানের নাম: Beta Tauri, β Tauri, Tau, β Tau

বৃষরাশি বা নক্ষত্রমণ্ডলের একটি নক্ষত্র। খালি চোখে কৃত্তিকা নক্ষত্রগুচ্ছের ভিতরে একে আগুনের শিখার মত মনে হয়। এই কারণে ভারতীয় ঋষিরা এর নাম দিয়েছিলেন অগ্নি।

বৃষরাশির কল্পিত ষাঁড়ের একটি শিং-এর উপরে দিকে এর অবস্থান।

বিষুবাংশ (RA) : ৫ ঘণ্টা  ২৬ মিনিট ১৭.৫১৩৪ সেকেন্ড
বিষুবলম্ব
(Dec) : ২৮ ডিগ্রি ৩৬ মিনিট ২৭.৪৯৪ সেকেন্ড।

এটি এই নক্ষত্রমণ্ডলের দ্বিতীয় উজ্জ্বলতম তারা। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১৩০ আলোকবর্ষ। এর ভর সূর্যের চেয়ে ৫ গুণ বেশি। এর ব্যাস সূর্যের ৪.২ গুণ। বিশালত্বের বিচারে একে দানব তারা বলা হয়। এর উপরিতলের তাপমাত্রা ১৩,৮২৪ কেলভিন। এর আবর্তন গতি প্রতি সেকেণ্ডে ৯.২ কিলোমিটার। ধারণা করা হয়, নক্ষত্রটি কয়েক লক্ষ বৎসর পরে লাল দানব তারায় পরিণত হবে।
সূত্র :