বিষ্ণুতারা
মিথুন রাশির ৬টি তারার সমন্বয়ে সৃষ্ট একটি নক্ষত্র পদ্ধতি। আকাশে একে একটি তারা হিসেবে দেখা যায়।
পাশ্চাত্যে এর সাধারণ নাম
Castor) । জ্যোতির্বিজ্ঞানে এর যে সকল নাম পাওয়া যায়, তাহলো- Alpha Geminorum, α Geminorum, Alpha Gem, α Gem

১৭১৮ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী জেমস পাউন্ড একে জোড়া তারা হিসেবে উল্লেখ করেছিলেন। ১৯৭০ খ্রিষ্টাব্দে একে তিনটি নক্ষত্রের সমন্বয়ে সৃষ্ট তারা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে জানা গেছে তিনটি জোড়া তারা পরস্পরের সাথে মিলে জটিল নক্ষত্র পদ্ধতি সৃষ্টি করেছে।
এই জোড়া তিনটি তারাকে বিষ্ণুতারা ক (
Castor A), বিষ্ণুতারা খ (Castor B), এবং বিষ্ণুতারা গ (Castor C, নামে অভিহিত করা হয়। সম্মিলিতভাবে এই তারাটিকে আকাশে যে স্থানে দেখা যায়, তাহলো-

বিষুবাংশ (RA) : ৭ ঘণ্টা  ৩৪ মিনিট ৩৬ সেকেন্ড
বিষুবলম্ব
(Dec) : +৩১ ডিগ্রি ৫৩ মিনিট ১৮ সেকেন্ড।

 

বিষ্ণুতারা ক-এর মূল তারটি A শ্রেণির। এর সাথে একটি বামন তারা মিলিত হয়ে তৈরি করেছে একটি নক্ষত্র-বন্ধন। একইভাবে বিষ্ণুতারা খ-ও গঠিত হয়েছে একটি A শ্রেণির তারা এবং একটি বামন তারা। আবার বিষ্ণুতারা ক এবং খ মিলিত হয়ে সৃষ্টি করেছ 'কখ' তারা পদ্ধতি।  এই কখ পরস্পরের মধ্যে আবর্তন সম্পন্ন করে ৪৪৫ বৎসরে। কিন্তু ক এবং খ-এর নিজস্ব তারার সাথে আবর্তন সম্পন্ন করে সামান্য কিছু দিনের মধ্যে। এদের ভিতরে দূরত্ব প্রায় ১৫ আলোকবর্ষ। এই 'কখ' এর সাথে যুক্ত হয়েছে বিষ্ণুতারা গ। এই জোড়াতারটি কখ-এর সাথে আবর্তন সম্পন্ন করে ১৪,০০০ বৎসরে। আর এই 'কখগ' এর সমন্বিত রূপটিকে এক সাথে উল্লেখ করা হয় বিষ্ণুতারা।

মিথুন রাশিতে অবস্থিত অন্যান্য নক্ষত্রের উজ্জ্বলতার বিচারে, এর অবস্থান দ্বিতীয়। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৫১ আলোকবর্ষ।


সূত্র :