সৌরভর
সূর্যের ভরকে জ্যোতির্বিজ্ঞানে সৌরভর (solar mass) বলা হয়। এর প্রতীক । একে জ্যোতির্বিজ্ঞানে একটি আদর্শ একক হিসাবে বিবেচনা করা হয়। বিভিন্ন নক্ষত্র, গ্যালাক্সি, নক্ষত্রগুচ্ছ ইত্যাদির ভর নির্ধারণে এই একক ব্যবহার করা হয়। এই ভরের সমতূল্য মান নিলিওন কিলোগ্রাম দ্বারাও প্রকাশ করা হয়। উল্লেখ্য নিলিওন (nonillion) হলো-
       হ্রস্ব পরিমাপ (যুক্তরাষ্ট্র এবং আধুনিক ব্রিটিশ পরিমাপ পদ্ধতি) ১০৩০ কিলোগ্রাম।
       দীর্ঘ পরিমাপ (ইউরোপ এবং প্রাচীন ব্রিটিশ পরিমাপ পদ্ধতি) ১০৫৪কিলোগ্রাম।

এই বিচারে এক সূর্যভরকে ধরা হয় ২ নিলিওন কিলোগ্রামের সমান। আধুনিক পরিমাপ অনুসারে সৌরভরের মান ধরা হয়-
        = ১.৯৮৮৯২
± ০.০০০২৫
× ১০৩০ কিলোগ্রাম।

 এই পরিমাপ পৃথিবীর ভরের প্রায় ৩৩২,৯৫০ গুণের সমান।