Kingdom: Plantae
|
শব্দ-উৎস:
দেশী।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ভাস্কুলার উদ্ভিদ |
উদ্ভিদ |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
অর্থ: অম্লকুচি নামক গাছ
সমার্থক শব্দাবলি:
অইল,
অম্লকুঁচি,
অমলকুঁচি।
ইংরেজি নাম: Teri Pods।
বৈজ্ঞানিক নাম:
Caesalpinia
digyna Rottl.।
Caesalpiniaceae গোত্রের গুল্ম জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদ পাওয়া যায় ভারতের বিহার, ছোটনাগপুর, উত্তরবঙ্গে এবং বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও উত্তরবঙ্গে জন্মে।
এর শাখা মসৃণ এবং লোমযুক্ত। কাণ্ডের
গায়ে মাঝে মাঝে ধূসর
বর্ণের কাঁটা দেখা যায়। কাণ্ডের রঙ বেগুনি।
এর
পাতা সরু। পত্রদণ্ড ছয় ইঞ্চি লম্বা। পত্রবিন্যাস দ্বিপক্ষল প্রতিমুখীভাবে সজ্জিত।
পত্রফলকের বৃন্ত ছোটো।
এর ফুলের রঙ হলুদ, এর পাপড়ি লালবর্ণের হয়। পুষ্পদণ্ডের আকার ৬-৮
ইঞ্চি। পুংকেশর ঘনসন্নিবদ্ধ। শুঁটি কম্বাকৃত এবং বহির্বাস লোমযুক্ত। এর আকার প্রায়
২ ইঞ্চি। প্রতিটি শুঁটিতে ২-৪টি বীজ থাকে। বর্ষাকালে ফুল ও শীতকালে ফল হয়।
এই গাছের মূল যক্ষ্মা এবং সাধারণ জ্বরের জন্য উপকারী। ডাইরিয়া জাতীয় রোগ নিরাময়ে এর
মূল ব্যবহৃত হয়। এছাড়া
গলগণ্ড ও বহুমূত্র রোগেও মূলের রস উপকারী হিসেবে কবিরাজরা বলে থাকেন।
সূত্র :
ভারতীয় বনৌষধি। দ্বিতীয় খণ্ড। কলিকাতা বিশ্ববিদ্যালয় ২০০২।