এই প্রজাতির বৈজ্ঞানিক শ্রেণি পরিচিতি

Kingdom (
রাজ্য): Plantae
Division (
বিভাগ) : Magnoliophyta
Class (
শ্রেণী) : Magnoliopsida
Order (
বর্গ) : Myrtales
Family (
গোত্র) : Combretaceae
Genus (
গণ) : Terminalia
Species: (
প্রজাতি) :  arjuna

অর্জুন (বৃক্ষ)
ঊর্ধ্বক্রমবাচকতা { | আবৃতবীজী বৃক্ষ | বৃক্ষ | কাষ্ঠময় উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

সংস্কৃত থেকে বাংলা,
হিন্দি, অহমী, ইংরেজি, গুজরাটি, মারাঠি, উড়িয়া অর্জুন। তামিল- ভেল্লামাত্তা, তেলেগু ইয়েরা মাত্তি। ইংরেজি White Marudah
এর বৈজ্ঞানিক নাম - Terminalia arjuna

এটি একটি পাতাঝরা বৃক্ষ জাতীয় উদ্ভিদ বিশেষ। এই গাছ প্রায় ৫০-৬০ ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। এই গাছের কাণ্ড মসৃণ এবং রং মৃদু-বাদামী বা সবুজাভ ধূসর। এর পাতা লম্বা-ডিম্বাকৃতির, মসৃণ, চর্মব এবং স্থূলকোণী। পাতাগুলি বিন্যাসের দিক বিচারে বিপ্রতীপ। পাতাগুলি হ্রস্ববৃন্তক ৩ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি হয়ে থাকে। পত্রবৃন্ত ২৫ ইঞ্চি দীর্ঘ। শীতের শেষে এরা নিষ্পত্র হয়। বসন্তের মাঝামাঝি সময়ে গাছে নতুন পাতায় ভরে যায়।

গ্রীষ্মকালে এই গাছে ফুল ধরে। এর ফুলগুলি উৎক্ষিপ্ত, অনিয়ত, বহু-পৌষ্পিক প্রান্তিক অদীর্ঘ। এর ফুলগুলি ক্ষুদ্র, অনাকর্ষী মৃদুহলুদ। এর বৃত্যাংশ-৫, মসৃণ। দল-০, পরাগকেশর ১০, প্রকট। ফুলগুলি উগ্রগন্ধযুক্ত। এর ফলগুলি ডিম্বাকৃতির। ফলগুলো কঠিন, শুষ্ক এবং ৫-শিরা বিশিষ্ট।

এর বাকলে প্রায় ২০% ট্যানিন থাকে। চামড়া ট্যান করতে এর বাকল ব্যবহৃত হয়। এর পাতা তসর পত
ঙ্গের গুটিপোকার খাদ্য। এর কাঠ দৃঢ়, আসবাবে ব্যবহৃত হয়। কখনো কখনো নৌকা, ঘরের আড়া বা গরুর গাড়িতে এর কাঠ ব্যবহৃত হয়ে থাকে। এই গাছের বাকলে প্রাপ্ত উপকরণ সমূহ: Tannins, Triterpenoid saponins (arjunic acid, arjunolic acid, arjungenin, arjunglycosides), Flavonoids (arjunone, arjunolone, luteolin), Gallic acid, ellagic acid, Oligomeric proanthocyanidins (OPCs), Phytosterols (b-sitosterol), calcium, magnesium, zinc, and copper. এর বাকলের স্বাদ কষা।এর ছাল হৃদরোগের (Coronary heart diseases) ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া এর ছাল রতি শক্তি বর্ধক। শুক্রমেহ রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এই গাছের ছাল থেকে সৃষ্ট আয়ুর্বেদিক ওষুধগুলি হলো- অর্জুনারিষ্ট, অর্জুনঘৃত, অর্জুনাদশভা ইত্যাদি