অশ্বত্থ
ঊর্ধ্বক্রমবাচকতা { | বৃক্ষ | কাষ্ঠময় উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

বৈজ্ঞানিক পরিচিত:
Kingdom: Plantae
Division: Magnoliophyta
Class: Magnoliopsida
Order: Rosales
Family: Moraceae
Genus: Ficus
Species: F. religiosa

সমার্থক নাম : অশথ, অশ্বত্থ।
ইংরেজি : pipal, pipal tree, pipul, peepul, sacred fig, bo tree
বৈজ্ঞানিক নাম Ficus religiosa

ভারত-উপমহাদেশের অত্যন্ত সুপরিচিত বৃক্ষ জাতীয় উদ্ভিদ বিশেষ। যা অল্পকাল স্থায়ী নয়, এই অর্থে অশ্বত্থ বৃক্ষ। ছায়াদানকারী বৃক্ষ হিসাবে এই গাছটি পল্লীবাংলায় অত্যন্ত দৃত। সুবিশাল এই বৃক্ষ প্রায় কয়েকশত বৎসর জীবিত থাকে। এই গাছের পাতা অনেকটা পান পাতার মতো তবে এর নিচের বর্ধিত সরু অংশ দোদুল্যমান অবস্থায় দেখা যায়। পাতাটি নমনীয় বৃন্তের সাথে সংযুক্ত থাকে। পাতার উপশিরাগুলি সমান্তরালভাবে বিস্তৃত থাকে। পাতার বোটা ছিঁড়লে সাদা রঙের ঠালো কষ বের হয়। প্রতি শীতকালের শেষে এর পাতাগুলি ঝরে পড়ে এবং বসন্তকালে নূতন পাতা গজায়।

ধর্মীয় পবিত্র গাছ
হিন্দু ও বৌদ্ধ ধর্মা
ম্বীদের কাছে এই গাছ অত্যন্ত পবিত্র। বৌদ্ধ ধর্মাম্বীদের মতে গয়ায় এই জাতীয় গাছের নিচে ধ্যানমগ্ন থাকা অবস্থায় গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন। সেই কারণে এর অন্য নাম বোধি বৃক্ষ।

হিন্দু ধর্মমতে এই বৃক্ষ বিষ্ণুরূপী এই গাছের উৎপত্তি নিয়ে হিন্দু পৌরাণিক কাহিনিতে দুটি গল্প প্রচলিত আছে গল্প দুটি হলো