সংস্কৃত ও বাংলা নাম :অতিবিষা।
বৈজ্ঞানিক নাম :
Aconitum heterophyllum
Wall.
Ranunculaceae
গোত্রের একটি গাছ। সাধারণত হিমালয়ের অতি উচ্চস্থানে জন্মে। এই গাছ লম্বায় ১ থেকে ৩
ফুট পর্যন্ত হয়। এর কন্দ থেকে থেকে শিকড় বের হয়। এই শিকড়ই মূলত অতিবিষা নামে
বৈদ্যরা ব্যবহার করেন।
এর
কাণ্ড সরল, ডালগুলো চেপ্টা এবং পাতায় ভরা থাকে। পাতাগুলো ২-৪ ইঞ্চি লম্বা হয়। পাতার
আকার হৃদপিণ্ডাকার। পাতার প্রান্তভাগে দাঁতের মতো অংশ লক্ষ্য করা যায়। এর ফুলের
শিরাগুলো বেগুনি রঙের হয়।
আয়ুর্বেদ মতে- অতিবষা তিন ধরনের হয়। এগুলো হলো- শ্বেত, কৃষ্ণ ও রক্তবর্ণ। অতিবিষার
মূল জ্বর প্রশমক. ইন্দ্রিয়-উত্তেজক। অজীর্ণ ও কাসি নিরাময়ে ব্যবহার করা হয়।
সূত্র : ভারতীয় বনৌষধি। প্রথম খণ্ড। কলিকাতা বিশ্ববিদ্যালয়। ২০০২।