Kingdom: Plantae
Order: Fabales
Family: Fabaceae
Genus: Acacia
Species: A. nilotica

বাবলা
সংস্কৃত : বর্বুর।
বৈজ্ঞানিক নাম :
Acacia nilotica
ইংরেজি নাম : gum arabic tree, Egyptian thorn, Sant tree

 

Fabaceae গোত্রের এক প্রকার উদ্ভিদ। এই গাছের আদি নিবাস আফ্রিকা। বর্তমানে আফ্রিকার বাইরে মধ্যপ্রাচ্য, ভারত উপমহাদেশ ও অষ্ট্রেলিয়ায় এই গাছ পাওয়া যায়। বাংলাদেশে এই গাছ পরিকল্পিতভাবে লাগানো হয়।

 

এই গাছ সর্বোচ্চ ২৪-৩০ ফুট পর্যন্ত লম্বা হয়। এর কাণ্ড সরল এবং গাছের উপরিভাগ ছাতার মতো বিস্তৃত হয়। এর কাণ্ড অত্যন্ত শক্ত কাষ্ঠাল। বাকল ফাটা ফাটা এবং ধূসর বর্ণের।

এর পাতা দ্বি-পক্ষল যৌগিক। পাতার বিন্যাস একান্তর। এর উপপত্র শক্ত কাঁটায় পরিণত হয়। কাঁটাগুলো সর্বোচ্চ ২ ইঞ্চি লম্বা হয়। পত্রদণ্ডে ১০-২০ জোড়া ছোটো ছোটো পত্রক থাকে। পত্রকগুলো .২৫ ইঞ্চি লম্বা হয়। এর সাথে সূক্ষ্ম লোম থাকে।

এই গাছের ফুল ধরে গ্রীষ্মকালে। এর ফুল গোলাকার, রঙ উজ্জ্বল হলুদ। ফুলের ব্যাস ১/১০ ইঞ্চি। ফুলগুলো উভলিঙ্গ।  পাপড়ির সংখ্যা ৫টি, পাপড়িগুলোর গোড়ার দিক সংযুক্ত থাকে। পুংকেশর অসংখ্য এবং বিযুক্ত অবস্থায় থাকে।  এর পুংদণ্ড বেশ লম্বা। পরাগধানী পুংকেশরের শীর্ষে থাকে। স্ত্রীস্তবকে একটি গর্ভাশয় থাকে। গর্ভদণ্ড পুংকেশরের চেয়ে লম্বা, এর গর্ভমুণ্ডু ছোটো। ফুলের গোড়ায় ৫টি বৃতি আছে। বৃতিগুলো সংযুক্ত অবস্থায় থাকে।

 

এর ফল হয় শীতকালে। ফল ৩-৬ ইঞ্চি লম্বা হয় এবং ১/২ ইঞ্চি চওড়া হয়। তবে ফলগুলো চ্যাপ্টা হয়ে থাকে। এর রঙ সাদা। ফলে ৮-১০টি বীজ থাকে।

 

এর ছাল বেদনানাশক, আঠা উদরাময় এবং আমাশয়ের জন্য উপশম হয়। কবিরাজি চিকিৎসায় বহুমূত্র ও শ্বাসকষ্টে রোগে আঠার ব্যবহার করা হয়। এর মূলও উদরাময়ের জন্য ব্যবহৃত হয়।

 

এর কাঠ খুব শক্ত। গাড়ির চাকা এবং লাঙ্গলের জন্য এই কাঠ ব্যবহৃত হয়।


সূত্র :
ভারতীয় বনৌষধি। দ্বিতীয় খণ্ড। কলিকাতা বিশ্ববিদ্যালয়। ২০০২।
ব্যবহারিক জীববিজ্ঞান। গাজী আজমল. গাজী আসমত।
http://en.wikipedia.org/wiki/Acacia_nilotica