Kingdom: Plantae
|
চালতা
ইংরেজি :
Elephant apple।
বৈজ্ঞানিক নাম :
Dillenia indica
Linn।
বাংলা সমার্থক নাম : চালতা, চালিতা।
Dilleniaceae
গোত্রের এক প্রকার
অম্লরসবিশিষ্ট গোলাকার ফল ও তার গাছ। এই গাছ মাঝারি আকারের হয়ে থাকে। এটি চিরহরিৎ
ও ছায়াদানকারী গাছ।
গাছটি দেখতে সুন্দর বলে
শোভাবর্ধক তরু হিসাবেও কখনো কখনো উদ্যানে লাগানো হয়ে থাকে।
গাছটির আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। বর্তমানে এশিয়ার মালদ্বীপ, বাংলাদেশ, ভারত,
শ্রীলঙ্কা এবং নেপালে প্রচুর উৎপন্ন হয়।
![]() |
![]() |
![]() |
চালতা পাতা | চালতা ফুল | চালতা ফল |
এই গাছটির কাণ্ড খুব বেশি দীর্ঘ হয় না। এর শাখা ও পাতা বেশ ছড়ানো ছিটানোভাবে
বিন্যস্ত। পাতাগুলো লম্বায় ১০-১২ ইঞ্চি লম্বা হয়। পাতার ডগা সরু হয়ে থাকে। পাতার
প্রান্তভাগ করাতের মতো কাটা কাটা হয়। এর ফুল বেশ বড় হয়ে থাকে। ফুলগুলি একক ও সাদা
বর্ণের হয়। পাপড়ির সংখ্যা ৫টি। প্রচুর পীতবর্ণের পুংকেশর হয়। মে থেকে জুন মাসের ভিতর
ফুল ফোটে। শীতকালে ফল পাকে।
এর ফল প্রায় গোলাকার। ফলগুলোর ব্যাস ৫-৬ ইঞ্চি হয়। ফলের বীজের সংখ্যা অনেক এবং
বীজগুলো লোমময় কোষের ভিতর থাকে। বাংলাদেশে চাটনী ও সব্জী হিসাবে ব্যবহৃত হয়।
এর গাছের কাঠ বেশ শক্ত হয়।
আয়ুর্বেদ মতে- কোষ্ঠ পরিষ্কারক এবং পেটের বেদনা নাশক। এর ফলের রসের সাথে চিনি
মিশিয়ে খেলে সাধারণ জ্বর নিরাময় হয়। এর পাতা ও বাকলে প্রায় ১০% ট্যানিন থাকে।
তথ্যসূত্র :
ভারতীয় বনৌষধি। প্রথমখণ্ড। কলিকাতা বিশ্ববিদ্যালয় ২০০২।
বাংলা বিশ্বকোষ। দ্বিতীয় খণ্ড। নওরোজ কিতাবিস্তান। ডিসেম্বর ১৯৭৫।
http://en.wikipedia.org/wiki/Dillenia_indica
অন্যান্য ইন্টারনেট পত্র :
http://www.agrobangla.com/index.php?option=com_content&view=article&id=226&Itemid=61
http://rezowan.wordpress.com/category/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BE/