Kingdom: Plantae
|
চন্দ্রা
বৈজ্ঞানিক নাম :
Paeonia emodi
Wall
Paeoniaceae
গোত্রের এক প্রকার উদ্ভিদ।
পশ্চিম হিমালয়ের নাতিশীতোষ্ণ অঞ্চলে ৫ থেকে ১০ হাজার ফুট উচ্চে এই উদ্ভিদ জন্মে।
হিমালয়ের কুমায়ুন থেকে কাশ্মীর পর্যন্ত এই গাছ দেখা যায়।
এই
গাছগুলো সরলভাবে ১ থেকে ২ ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। এর পাতাগুলো দৈর্ঘ্যে ৬ থেকে ১২
ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। পাতাগুলোর অগ্রভাগ তিন বিভক্ত এবং মোচাড়ানো অবস্থায় দেখা
যায়। পাতার উপরিভাগ গাঢ় সবুজ, কিন্তু নিচের দিকের রঙ ফিকে সবুজ।
এই
গাছের ফুলের রঙ সাদা। ফুলগুলো একলিঙ্গিক। সাধারণত মে মাসে ফুল ধরে। এর পুষ্পদণ্ড
লম্বা এবং বক্র হয়ে থাকে। পুষ্পদণ্ডের রঙ ঈষৎ বেগুনী। পত্রবৃন্তের নিকট থেকে
পুষ্পদণ্ড বের হর। ফুলের পাপড়ি ৫ থেকে ১০টি পর্যন্ত দেখা যায়। পাপড়িগুলোর অগ্রভাগ
সামান্য বিভক্ত থাকে। এর ফুলে হলুদ রঙঢে বহু পুংকেশর থাকে। এর ফলের অগ্রভাগ বেশ সরু
হয়।
এই গাছের মূল ও বীজ ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। এর বীজ কোষ্ঠশুদ্ধিকারক। তবে চিকিৎসকের
পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিৎ নয়। কারণ পরিমাণ ঠিক হলে, এর বীজ খাওয়ার ফলে বমি হতে
পারে। এর মূল রক্তি পরিষ্কারক। পেটের ব্যথা নিরাময়ের জন্য এর মূল উপকারী। প্রজনন
অঙ্গকে সতেজ করে।
তথ্যসূত্র :
ভারতীয় বনৌষধি। প্রথমখণ্ড। কলিকাতা বিশ্ববিদ্যালয় ২০০২।
http://www.pacificbulbsociety.org/pbswiki/index.php/Paeonia
http://www.pfaf.org/user/Plant.aspx?LatinName=Paeonia+emodi