চন্দ্রমল্লিকা

Kingdom: Plantae
Division: Magnoliophyta
Class: Magnoliopsida
Order: Asterales
Family: Asteraceae
Genus: Chrysanthemum

ইংরেজি : chrysanthemum
বৈজ্ঞানিক নাম :
Chrysanthemum coronerium

Asteraceae গোত্রের এক প্রকার ফুল গাছ। এটি চীন দেশীয় ওষধি ফুলের গাছ। কিন্তু জাপানীরা এই ফুলের উৎকর্ষ রূপ দিয়েছে। এই ফুলটি জাপানের রাজ-পরিবারে বিশেষ প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। এর প্রায় সাড়ে তিন হাজার প্রকরণ পাওয়া যায়। এই ফুলগুল বিচিত্র বর্ণের হয়ে থাকে।

এর ফুলগুলো গোলাকার, পুরু, জটাবাঁধা প্রভৃতি রূপে পাওয়া যায়। ফুলের জন্য এই গাছের চাষ করা হয়। চন্দ্রমল্লিকা চাষের জন্য আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। গাছের দ্রুত বৃদ্ধি এবং ভালো ফুল পাওয়ার জন্য পর্যাপ্ত আলোর দরকার পড়ে। ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৭০-৯০ শতাংশ এই গাছের জন্য অত্যন্ত উপযোগী। অতিরিক্ত পানি বা জলাবদ্ধতা এই গাছের জন্য ক্ষতিকারক। এ কারণে টবে লাগানো গাছের ক্ষেত্রে, অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ার জন্য টবের নিচে ফুটো রাখা হয়। সাধারণত অক্টোবর মাসে এই গাছের কুঁড়ি ধরে এবং নভেম্বর মাসে ফুল ফোটে। গাছে ফুল তাজা থাকে প্রায় ২০-২৫ দিন।


তথ্যসূত্র :
বাংলা বিশ্বকোষ। দ্বিতীয় খণ্ড। নওরোজ কিতাবিস্তান। ডিসেম্বর ১৯৭৫।
http://blog.bdnews24.com/duranta/41080