Kingdom: Plantae |
ডুলিচাঁপা
বৈজ্ঞানিক নাম :
Magnolia pterocarpa Roxb
ইংরেজি :
Wild Magnolia
সংস্কৃত : নাগ চম্পক।
Magnoliaceae গোত্রের এক প্রকার উদ্ভিদ।
ভারতে হিমালয় সংলগ্ন এলাকা, নেপাল, আসাম, বাংলাদেশের খাসিয়া পাহাড় সংলগ্ন সিলেটে এই
গাছ প্রচুর জন্মে। বাংলাদেশের সমতল ভূমিতেও এই গাছ অল্প বিস্তর দেখা যায়।
৬ থেকে ১০ মিটার উঁচু হয়।
এই গাছের ডালের বিপরীত দিকে অযুগ্ম পাতা থাকে।
কাণ্ডের শীর্ষে একক ভাবে এর ফুল ফোটে। ফুলের রঙ সাদা
এবং সুগন্ধময়। ফুলের আকার বেশ বড়। এর বহির্বাস পাপড়িতে ঢাকা থাকা। ফুল যত বড় হয়, এর
পাপড়ি গুলো খসে পড়ে। প্রস্ফুটিত ফুলে ৯টি পুরু এবং নরম পাপড়ি থাকে। এই ফুলে অনেক
পুংকেশর থাকে। পুংকেশেরের অগ্রভাগ নীল বর্ণের হয়। শেষ বসন্ত ও গ্রীষ্মের শুরুতে এই
গাছে ফুল ফোটে।
এর ফল বেশ বড় হয়। ফলগুলো লম্বায় প্রায় ১৬ ইঞ্চি এবং পরিধিতে ৭-৮ ইঞ্চি হয়। এর বীজ
পাকা কমলালেবুর মতো ললাচে হয়। ফলে ১টি বা ২টি বীজ থাকে। বীজের আকার ত্রিকোণাকার।
কখনো কখনো বীজের আকার গোলাকারও হয়। বীজগুলোতে তেল থাকে। জুন মাসে ফল ধরে।
এই গাছের ছাল
এর বাকল বাত রাগ
নিরাময়ের জন্য
ব্যবহার করা হয়।
তথ্যসূত্র :
ভারতীয় বনৌষধি। প্রথমখণ্ড। কলিকাতা বিশ্ববিদ্যালয় ২০০২।