Kingdom: Plantae |
গোলপাতা
এর পাতা গোল নয়, কিন্তু তারপরেও এর নাম গোলপাতা। এটি মূলত
পাম জাতীয় বৃক্ষ। বৈজ্ঞানিক নাম
Nypa
fruticans।
এই গাছগুলো নদীর পার জুড়ে এই গাছ জন্মে। আই গাছ বাংলাদেশের সুন্দরবন ছাড়াও প্রশান্ত মহাসাগরীয় অনেক দেশের সমুদ্রতীরবর্তী অংশে জন্মে। বাংলাদেশ ছাড়া ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েৎনাম, শ্রীলঙ্কায় এই গাছ দেখা যায়।
এর
পাতা নারিকেল পাতার মত এক প্রকার লম্বা
পাতা বিশিষ্ট গাছ বিশেষ। পাম গোত্রের তালগাছ সদৃশ এই গাছ
আকৃতিতে
ছোট। এর কাণ্ড মাটির নিচে অনুভূমিক বিস্তার লাভ করে। শুধু এর পাতা এবং ফুল মাটির
উপরে দৃশ্যমান হয়। এর ডাঁটাসহ পাতার ফলক দৈর্ঘ্য
৮ থেকে ১০ ফুট হয়ে থাকে।
এর লাল রঙের স্ত্রীফুল উপরের দিকে ফোটে।
পক্ষান্তরে হলুদ পুরুষ ফুলগুলো অপেক্ষাকৃত নিচুতে ফোটে।
এর ফল জাম্বুরা
মত বড়। ঘর ছাওয়া ও ঠোঙা বানানোর জন্য গোলপাতা ব্যবহার করা হয়। গোলপাতার ফল
অনেকটা তাল শাঁশের মত।
এই গাছের পাতা ঘরের চাল ছাওয়ার জন্য ব্যবহৃত হয়।
সূত্র :
বাংলা বিশ্বকোষ। দ্বিতীয় খণ্ড। নওরোজ কিতাবিস্তান।