Kingdom: Plantae
Order: Malvales
Family: Malvaceae
Genus: Hibiscus
Species: rosa-sinensis

জবা
সংস্কৃত : জপা, জবাপুষ্পম।
সমার্থক বাংলা নাম :
জবা, ঝুমকা জবা, জবা কুসুম।
ইংরেজি :
Chinese hibiscus, China rose এবং shoe flower
বৈজ্ঞানিক নাম :
Hibiscus rosa-sinensis Linn

Malvaceae গোত্রের গুল্ম জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের আদি নিবাস চীন। ভারতবর্ষ এবং দক্ষিণপূর্ব এশিয়ার একটি জনপ্রিয় ফুল। হিন্দু ধর্মাবলম্বীরা এই ফুল কালিপূজায় ব্যবহার করে। মালয় উপদ্বীপে এই ফুলকে বলা হয় বুঙ্গা রায়য়া (Bunga Raya)। ১৯৮০ খ্রিষ্টাব্দে মালোয়েশিয়ায় জবা'কে জাতীয় ফুল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই উদ্ভিদ প্রায় ৪ থেকে ৬ মিটার লম্বা হয়। পাতার দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার এবং প্রস্থ ৬ সেন্টিমিটার। পাতার প্রান্তভাগ খাঁজকাটা, গা মসৃণ। পাতাগুলো ডালে একান্তরভাবে সজ্জিত থাকে। পাতার গোড়ায় উপপত্র থাকে।

এর ফুলের লম্বা বৃন্ত থাকে। বৃ্ন্তের শেষ মাথায় ফুলের পাঁচটি উপবৃতি আছে। উপবৃতির রঙ সবুজ। উপবৃতির উপরে আছে ৫টি বৃতি।  এই বৃতিগুলো নলকারে থাকে। এরপরে রয়েছে মূল ফূল। ফুলের পাপড়ির সংখ্যা ৫টি। পাপড়িগুলোর উপরের দিক বিযুক্ত কিন্তু এর তলদেশ সংযুক্ত থাকে। ফুলের মধ্যভাগ থেকে একটি লম্বা পুষ্পদণ্ড বঙ্কিমাকারে থাকে। এই দণ্ডের গায়ে অসংখ্য পুংকেশর থাকে। পুষ্পদণ্ডের শীর্ষাভাগে থাকে স্ত্রীকেশর। স্ত্রীকেশরের মাথায় পাঁচটি গর্ভপত্র রয়েছে। এই গাছের গোলাকার বীজকোষে অনেক বীজ থাকে।

এই উদ্ভিদের নানা বর্ণের ফুল দেখা যায়। ভারতবর্ষে লাল রঙের জবাকে রক্তজবা বলা হয়। এছাড়া রয়েছে  শ্বেত জবা, হলুদ জবা, গোলাপি জবা। নিচে কয়েক প্রকার রঙের জবার নমুনা দেখানো হলো।

রক্তজবা

গোলাপি জবা

শ্বেত জবা

হলুদ জবা

গুণাগুণ :


তথ্যসূত্র :