Kingdom:
Plantae |
কাণ্ডীর
বৈজ্ঞানিক নাম :
Ranunculus sceleratus
।
Ranunculaceae
গোত্রের এটি একটি
বহুবর্ষজীবী উদ্ভিদ। এটি উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ার স্থানীয় উদ্ভিদ।
বাংলাদেশে নদী বা কোনো বড় জলাশয়ের ধারে এই গাছ পাওয়া যায়। ভারতের আসাম,
পশ্চিম বাংলা ও উত্তর ভারতে
বিভিন্ন জলাশয়ের ধারে এই উদ্ভিদ দেখা যায়।
এর
কাণ্ড ৬-১২ ইঞ্চি লম্বা হয়। এর কাণ্ড ফাঁপা এবং অত্যন্ত নরম। ফলে অল্প চাপেই ভেঙে
যায়। এর প্রধান কাণ্ড থেকে শাখা বের হয়। এর পাতা গভীরভাবে তিন ভাগে বিভক্ত।
পাতাগুলোর অগ্রভাগ কর্তিত।
এর
ফুলের ব্যাস প্রায় ১.২৫ ইঞ্চি। কিন্তু ফুলে অনেক হয়। পাপড়ির রঙ ফিক পীতবর্ণ।
পাপড়িগুলো সটান বিস্তারিত। প্রতিটি পাপড়ির মধ্যে বেশ ফাঁক আছে।
এর ফল লোমযুক্ত এবং গড়নে গোলাকার, তবে অগ্রভাগে একটু লম্বাটে ভাব আছে। সাধারণত
শীতকালে ফল ধরে।
তাজা গাছ অত্যন্ত বিষাক্ত। এর রস খেলে শরীরের বিষক্রিয়া সৃষ্টি হয়। এর পাতার রস শরীরে লাগলে, চামড়া ক্ষতিগ্রস্থ হয়। বেশি পরিমাণ রস লাগলে ত্বকে ফোস্কা বের হয়। তবে বিধিবদ্ধভাবে এই গাছ থেকে তৈরিকৃত ঔষধ ঋতুস্রাব স্বাভাবিক করে। স্তনের দুগ্ধ বৃদ্ধিতে এর নির্যাস ঔষধের অনুপান হিসাবে ব্যবহার করা হয়। তবে মারাত্মক বিষ বলে, অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা তৈরি করা ঔষধ ব্যবহার না করলে মারাত্মক ফল হতে পারে।