পত্রবিন্যাস
(phylotaxy)
গাছের পাতা বা পত্রকগুলো কিভাবে
বিন্যস্ত থাকে, তার প্রকৃতিকে পত্রবিন্যাস বলা হয়। প্রাথমিকভাবে পত্রিবন্যাসকে
তিনটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ তিনটি হলো—
একান্তর, অভিমুখ ও আবর্ত।
একান্তর
(Alternate)
কাণ্ডের প্রতি
পর্ব থেকে একটি করে পাতা উৎপন্ন হয় এবং পাতাগুলো দুই সারিতে পর্যায়ক্রমে ডান ও
বাম দিকে সর্পিলাকারে সজ্জিত থাকে। যেমন : জবা গাছের পাতা
অভিমুখ
(Opposite)
কাণ্ডের
প্রতি পর্ব থেকে দুটি পাতা উৎপন্ন হয় এবং বিপরীত মুখে বিন্যস্ত থাকে। যেমন :
পেয়ারা গাছের পাতা।
আবর্ত
(Whorled)
কাণ্ডের
প্রতি পর্ব থেকে তিন বা ততোধিক পাতা উৎপন্ন হয় এবং কাণ্ডকে ঘিরে পাতাগুলো
বিন্যস্ত থাকে। যেমন: করবী গাছের পাতা। গাছের আবর্ত পত্রবিন্যাসটি
উদ্ভিদভেদে নানা রকমের হয়ে থাকে।
|
|
![]() |
একান্তর পত্রবিন্যাস |
অভিমুখ পত্রবিন্যাস |
আবর্ত পত্রবিন্যাস |
সূত্র :
ব্যবহারিক জীববিজ্ঞান/গাজী আজমল ও গাজী আসমত। গাজী পাবলিশার্স