পত্রবিন্যাস (phylotaxy)
গাছের পাতা বা পত্রকগুলো কিভাবে বিন্যস্ত থাকে, তার প্রকৃতিকে পত্রবিন্যাস বলা হয়। প্রাথমিকভাবে পত্রিবন্যাসকে তিনটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ তিনটি হলো একান্তর, অভিমুখ ও আবর্ত।


সূত্র :
ব্যবহারিক জীববিজ্ঞান/গাজী আজমল ও গাজী আসমত। গাজী পাবলিশার্স