Kingdom: Plantae |
লঘুকর্ণী
বৈজ্ঞানিক নাম :
Clematies triloba
ভারতের দাক্ষিণ্যাতের কর্ণাটকের পার্বত্য অঞ্চল, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে এই গাছ পাওয়া যায়। Ranunculaceae গোত্রের এটি একটি লতানো গাছ। এই লতা চারদিকে নিজেকে বিস্তার করে। ফুলের জন্য অনেকে এই লতা বাগানে লাগিয়ে থাকে।
এর কাণ্ড
লোমশ। এর পাতার দৈর্ঘ্য ১-২ ইঞ্চি। একটি পত্রদণ্ডে তিনটি উপপত্র থাকে। পাতাগুলো
অখণ্ড হয়ে থাকে। কোনো পাতার সাথে কানের লতির মতো বাড়তি অংশ দেখা যায়।
এই
গাছের ফুলগুলি একটি পুষ্পদণ্ডে বিন্যস্ত থাকে। পুষ্পদণ্ডে অনেকগুলো ফুল পাওয়া যায়।
ফুলের নিম্নাংশ পত্রময়। ফুলের রঙ সাদা। এর দলগুলো ১.৫-২ ইঞ্চি বিস্তৃত হয়। এর
পাপড়িগুলো বিস্তৃত থাকায়, পুংকেশর এবং স্ত্রীকেশর উন্মুক্ত অবস্থায় দেখা যায়। ফুলে
অনেকগুলো পুকেশর থাকে। ফুলে সুগন্ধ আছে।
এর ফল গোলাকার, তবে প্রান্তদেশে কিছুটা সূঁচালো। ফল পাকার পর ফেটে যায় এবং এর বীজ চারদিকে ছড়িয়ে পড়ে।
এর পাতার রস কুরচিপাতার রসের সাথে মিশিয়ে চোখে লাগালে চোখ উঠা রোগ নিরাময় হয়। আয়ুর্বেদী মতে এই গাছের টাটকা রস কুষ্ট, উপদংশ রোগের জন্য উপকারী।
সূত্র :
ভারতীয় বনৌষধি। প্রথম খণ্ড। কলিকাতা ২০০২।
http://www.flowersofindia.net/catalog/slides/Deccan%20Clematis.html