Kingdom: Plantae
Division: Magnoliophyta
Class: Magnoliopsida
Order: Ranunculales
Family: Ranunculaceae
Genus: Delphinium
Species: D. denudatum Wall.
 

নির্বিষি
সংস্কৃত : নির্ব্বিষা।
বৈজ্ঞানিক নাম :
Delphinium denudatum Wall.

Delphinium
গণের অন্তর্গত এক প্রকার ভেষজ উদ্ভিদ। হিমালয়ের পঞ্চমাঞ্চল থেকে কুমায়ুন পর্যন্ত এই উদ্ভিদ পাওয়া যায়। পার্বত্য তৃণাঞ্চলের ৫০০০ থেকে ১২০০০ হাজার ফুট উঁচুতে এই গাছ জন্মে।

বহু শাখা-প্রশাখা যুক্ত এই উদ্ভিদ ২-৩ ফুট পরিমিত উঁচু হয়ে থাকে। এই গাছের পাতায় ৫-৯টি সরু ও পক্ষাকার বিভাগ আছে। পাতার বৃন্ত একটু লম্বা। এর পাতাকে অনেকটা ধনে পাতার মতো মনে হয়। এদের ফুল অল্প হয়ে থাকে। ফুলের ১.৫ ইঞ্চি দীর্ঘ হয়ে থাকে। তবে এর আকার মোটামুটি গোল। ফুলের পাপড়ি সংখ্যা পাঁচটি। এর রঙ ফিকে নীল এবং পশমযুক্ত। এর পুষ্পস্তবক বেশ বিস্তৃত হয়ে থাকে। পুষ্পদণ্ডে ফুলগুলো একটির পর একটি বিপরীত মুখী হয়ে থাকে। ফলে বীজ ১ থেকে ৭টি হয়।

এই উদ্ভিদের মূল চিবালে দাঁতের ব্যথার উপশম হয়। এর ক্বাথ ২-৪ ড্রাম পরিমাণ ব্যবহার করলে জ্বর নিরাময় হয়। এছাড়া হৃদরোগ ও মস্তিষ্কের নানাবিধ রোগের উপশম করে। শুক্র এবং পুংজননেন্দ্রিয়ের দুর্বলতায় বিশেষ হিতকর।


সূত্র :
ভারতীয় বনৌষধি। প্রথম খণ্ড। কলিকাতা বিশ্ববিদ্যালয় ২০০২।